শ্রীপুর রক্ষাকালী বাড়ির দ্বিশতবর্ষ পূর্তি উৎসব কাল

10

বোয়ালখালীরর ৮নং শ্রীপুর-খর›দ্বীপ ইউনিয়নের শ্রীপুর শ্রীশ্রী রক্ষাকালী বাড়ির দ্বিশতবর্ষ পূর্তি উৎসব চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে ২১ অক্টোবর থেকে শুরু হবে। এ উপলক্ষে শ্রীপুর কল্যাণ সংঘ, রক্ষাকালী বাড়ি পরিচালনা পরিষদ ও রাজ-রাজেশ্বর শালগ্রাম বিগ্রহ বাড়ি আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ অক্টোবর মঙ্গল শোভাযাত্রা, ২৩ অক্টোবর মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, শ্রীশ্রী গীতাযজ্ঞ, ভক্তি সঙ্গীতাঞ্জলি, ২৪ অক্টোবর রক্ষাকালী মায়ের পূজা, দীপাবলী, বলিদান, ২৫ অক্টোবর ধর্মসম্মেলন, গুণীজন ও কৃতি সংবর্ধনা, স্মরণিকার মোড়ক উন্মোচন, সামাজিক নাটক ‘রক্ত দিয়ে সিঁদুর দান’।
মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ। ধর্মসম্মেলনে প্রধান অতিথি থাকবেন দানবীর অদুল কান্তি চৌধুরী। প্রধান বক্তা থাকবেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম। বিশেষ অতিথি থাকবেন সমাজসেবী অনিতা চৌধুরী, প্রভাষক বাদল কৃষ্ণ চৌধুরী, রনজিত চৌধুরী। গীতাযজ্ঞে পৌরহিত্য করবেন শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজ। সঙ্গীত পরিবেশন করবেন শাপলা পাল, রুপা বিশ্বাস, অনুপম দেবনাথ পাভেল ও সুপ্রিয়া। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন দ্বিশতবর্ষ উৎসব উদ্যাপন পরিষদের আহবায়ক টিংকু চৌধুরী ও সদস্য সচিব টুটুল কান্তি ভক্ত। বিজ্ঞপ্তি