শ্রাবণী ও তুষির যুগলবন্দী ৩০ জুলাই

38

তরুণ প্রতিশ্রুতিমান আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তা এবং সংগীতশিল্পী আল তুষির কন্ঠে গান কবিতার যুগলবন্দী অনুষ্ঠান আগামী ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছাস’ প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে দর্শনীর বিনিময়ে বছরব্যাপী যুগপূর্তি অনুষ্ঠানমালার সপ্তম নিবেদন হিসেবে ‘এসো আমার শহরে, না বলা গল্পে’ শিরোনামে শ্রাবণী তুষির এ যুগলসন্ধ্যার আয়োজন করেছে।
৩০ জুলাই সন্ধ্যা ৬.৩০টায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে শ্রাবণী দাশগুপ্তা প্রেম, দ্রোহ, নারী অধিকার, প্রকৃতি ও ইতিহাসমাখা বেশকিছু কবিতা আবৃত্তি করবেন। আল তুষির পরিবেশনায় থাকবে হারানো দিনের গান এবং বেশ কিছু সমকালীন গান। অনুষ্ঠানের দিন মিলনায়তনের টিকেট কাউন্টারে টিকেট পাওয়া যাবে। মোবাইলে অগ্রিম টিকেট ক্রয় করতে হলে ০১৮২৫-০৬৯৫৭৫ এবং ০১৮১২-৫৪০৪৯১ নম্বরে যোগাযোগ করতে হবে। বছরব্যাপী যুগপূর্তি অনুষ্ঠানমালা প্রসঙ্গে তারুণ্যের উচ্ছাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে কবিতার বিশুদ্ধ কথামালাকে শক্তি করে বিগত একযুগ তারুণ্যের উচ্ছ¡াস সমৃদ্ধ হয়েছে নানা আয়োজন উৎসবে অভিজ্ঞতায়। বিজ্ঞপ্তি