শ্রমিক হত্যার প্রতিবাদে শ্রমিক দলের মানববন্ধন

25

বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে গুলি করে ৭ জন শ্রমিক হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি স.ম. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। বক্তব্য দেন ডা. মোহাম্মদ তরু, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, আতিকুর রহমান, মোহাম্মদ হোসেন, আবু তৈয়ব, সাইফুল আলম, আলতাফ হোসেন, মো. ইউনুচ, এড. ইকবাল, মাওলানা ইদ্রিচ, মো. হাসিবুর রহমান বিপ্লব, নুর নবী, ডলী চৌধুরী, অপু সিং প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মৃত শ্রমিকদের জনপ্রতি ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ চিকিৎসা ও চাকুরীর নিশ্চিয়তা, সব শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সম্পূর্ণ শ্রম আইনের আওতায় আনা এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানান। বিজ্ঞপ্তি