‘শ্রমিকদের প্রণোদনা দিয়ে অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার’

18

মহানগর জাতীয় শ্রমিক লীগ সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রমিক-কর্মচারী বান্ধব। শ্রমিক-কর্মচারীরা না চাইতেই প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক ন্যায্য অধিকার পেয়েছেন। শ্রমিক-কর্মচারী সেক্টরে শেখ হাসিনার সরকার করোনাকালীন প্রণোদনা দিয়ে অর্থনীতির চাকাকে গতিশীল ও সচল রেখেছে।
পাহাড়তলী খাদ্য-দ্রব্য দোকান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে পাহাড়তলী ও ডবলমুরিং থানায় অবস্থিত বিভিন্ন সিবিএ-ননসিবিএ এবং বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাহাড়তলী খাদ্য-দ্রব্য দোকান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইসমাইলের সভাপতিত্বে ও পাহাড়তলী টেক্সটাইল শ্রমিক লীগের সভাপতি শাহজাহান সাজু’র সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা সাবের আহমদ, নাসির উদ্দিন, মো. মোস্তফা, মমতাজ মিয়া, আব্দুর রব, মো. মানিক, সুমন হাওলাদার ভোলা, নুর নবী, আবুল বশর, মো. বাচ্চু, সমিরুল ইসলম তুহিন, মো. লতিফ, মো. সাহেদ, এম.জি রহমান দিপু, সাইফুদ্দিন মানিক, ফয়সাল রফিক, জহিরুল ইসলাম মিজান প্রমুখ। বিজ্ঞপ্তি