‘শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী’

18

 

মহান মে দিবস উপলক্ষে মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে সভা নগরীর নিউমার্কেটস্থ দোস্ত বিল্ডিং চত্বরে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি স্বপন বিশ্বাস ও কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য মহব্বত আলী খান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এ হাসেম। বক্তব্য দেন কাঞ্চন দাশ, বিমান বড়ুয়া, মোহাম্মদ রিজোয়ান, কামাল উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম খোকন, ওসমান গনি, কালিম শেখ, মোহাম্মদ ইউসুফ, এয়ার মো. খোকন, গোলাম আকবর, জাবেদুল আলম জাবেদ, নুরুর কবির স্বপন, গোলাম মোস্তফা, কাউসার আহাম্মদ, আবদুল হান্নান, আশীষ চৌধুরী, আনোয়ার হোসেন, আবু আহমদ, প্রশান্ত বড়ুয়া, কামাল উদ্দিন, মো. রিপন, রুহুল আমিন হাওলাদার, আবদুল ছালাম, রনজিত পাল, খন্দকার রফিকুল ইসলাম, ফিরোজ আহমদ, মো. ইউছুফ, মৌসুমী চৌধুরী, ইউছুফ মোল্লা, আবদুল হালিম আদু, কবির হোসাইন, ডলি রানী শীল, কাবুন নেছা, ফাতেমা আক্তার, নার্গিস কাকন, রিয়াজুল ইসলাম রাকিব, রাবেয়া বেগম বানু, জাকিয়া বেগম, মিসেস নুর জাহান, রোকেয়া বেগম, জসিম উদ্দিন, পারভীন আকতার, মহিউদ্দিন কবির হোসেন, আবুল হোসেন, ফজল আহমদ, মো. সালাউদ্দিন, মো. সবুজ প্রমুখ।
প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দীন চৌধুরী বলেন, সারাবিশ্বে অর্থনৈতিক মন্দার মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে দেশের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। শ্রমিকবান্ধব সরকারি কার্যক্রমের ফলে করোনা মহামারী ও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার নাগালে রয়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে শ্রমিক র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি