শ্রমজীবীদের জন্য রেশন পেনশন চালু করার দাবি

10

 

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও মিছিল পতেঙ্গা কাঠগড় মোড়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য কমরেড মহিন উদ্দিন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা আহবায়ক হেলাল উদ্দিন কবির, ইজিবাইক সংগ্রাম পরিষদ এর মো. মনির হোসেন । সমাবেশ পরিচালনা কারেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য রায়হান উদ্দিন। সমাবেশে বক্তারা বলেন , ন্যায্য মজুরী আট ঘন্টা শ্রমের দাবিতে আজ থেকে ১৩৬ বছর আগে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন অগাস্ট, স্পাইজ, এঞ্জেলস, ফিসার । মালিক এবং সরকার ভেবেছিল, নির্যাতন করে, ফাঁসী দিয়ে শ্রমিক নেতাদেরকে হত্যা করে শ্রমিক আন্দোলন দমন করা যাবে। কিন্তু ন্যায্য দাবিতে গড়ে উঠা এই আন্দোলনকে হত্যা ও নির্যাতনের মাধ্যমে দমন করা যায় নাই। বরং এই আন্দোলন ছড়িয়ে পড়ে পৃথিবীর দেশে দেশে।
মে দিবসের ১৩৬ বছর পরেও ৮ ঘন্টা কাজের দাবী বাস্তবায়িত হয়নি। কারখানায় ১০-১২ ঘন্টা কর্মঘণ্টা চালু আছে, অথচ কোন ওভারটাইম চালু নেই। ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ থেকে লাইসেন্স দেয়া হচ্ছেনা, উপরন্তু মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এভাবে শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানি-নির্যাতনের শিকার হচ্ছে, হচ্ছে অধিকারবঞ্চিত। বক্তারা বলেন, সারাদেশে ৭০ লক্ষ ইজিবাইক, ব্যাটারী চালিত চালকদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। মে দিবসের চেতনায় শোষণমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।