শ্যামা পূজায় মৌন প্রতিবাদ কর্মসূচি

6

শারদীয় দুর্গাপূজা চলাকালিন ও পরবর্তীতে সংগঠিত সংহিস সাম্প্রদায়িক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আসন্ন শ্যামা পূজায় প্রতিবাদি কর্মসূচি পালনের আহব্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত। গত ২৬ অক্টোবর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার এক সভায় প্রধান অতিথি মিলন কান্তি দত্ত এ আহব্বান জানান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- জেলার সাবেক সভাপতি অধ্যাপক নারায়ন কান্তি চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য এড. নিতাই প্রসাদ ঘোষ, জেলা সাবেক সাধারণ সম্পাদক এড. চন্দন বিশ্বাস, চট্টগ্রাম মহানগর সভাপতি আশিষ ভট্টাচার্য্য, মহানগর সাবেক সভাপতি এড. চন্দন তালুকদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা, এড. পংকজ কুমার চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা-মহানগর-উপজেলা-থানার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সুভাষ চৌধুরী, বিপুল কান্তি দত্ত, নিবাস দাস সাগর, বিজয় গোপাল বৈষ্ণব, অর্পণ ব্যানাজি, বিপ্লব চৌধুরী, হিল্লোল সেন উজ্জ্বল, শ্রীপ্রকাশ দাশ অসিত, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, অধ্যাপক শিপুল দে, বিকাশ মজুমদার, এড. প্রদীপ চৌধুরী, রিমন মুহুরী, সুগ্রীব মজুমদার দোলন, বিমল চন্দ্র নাথ, রূপক শীল, রূপন চৌধুরী, অমিত লালা, রাজীব শীল, অজিত শীল, কাঞ্চন আচার্য্য, রাজীব দাশগুপ্ত, নিউটন সরকার, কাজল শীল, রণজিৎ শীল, সুমন চন্দ্র নাথ, অমিতাভ দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি