শোভা রানী বড়ুুয়া’র অনিত্য সভা সম্পন্ন

5

রাঙ্গুনীয়ায় পূর্ব কোদালার প্রয়াত সুনীল কান্তি বড়–য়া সহধর্মিনী ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যকরী সদস্য ও চন্দনাইশ চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ কর্মবীর ধর্মানন্দ মহাথের’র মা শোভা রানী বড়–য়ার অনিত্য সভা গতকাল ৫ ফেব্রæয়ারি রবিবার পূর্ব কোদালা সার্বজনীন ধর্মাঙ্কুর বিহারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের। উপস্থিত ছিলেন স্মৃতিধর শীলানন্দ মহাথের, শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথের, শাসনপ্রিয় মহাথের, প্রিয়দর্শী মহাথের। স্মৃতিচারণ করেন ড. জিনবোধি মহাথের, ড. সংঘপ্রিয় মহাথের, প্রিয়ানন্দ মহাথের, রতœপ্রিয় মহাথের, শীলরক্ষিত মহাথের, জ্ঞানরতœ মহাথের, অতুলানন্দ মহাথের, শীলানন্দ মহাথের, ধর্মানন্দ মহাথের, সুমঙ্গল মহাথের, ধর্মসেন মহাথের, অধ্যাপক সুনন্দ মহাথের, আনন্দশ্রী থের, দীপংকর থের, শুদ্ধানন্দ মহাথের, প্রজ্ঞানন্দ থের, সুমনশ্রী থের, জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু, প্রিয়বোধি থের, তেজপ্রিয় থের, সত্যপাল ভিক্ষু, রূপানন্দ ভিক্ষু, নন্দসার ভিক্ষুসহ শতাধিক ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন এবং অসংখ্য সাংগঠনিক ব্যক্তিত্ব পুষ্পমাল্য ব্যানার দ্বারা শ্রদ্ধা জ্ঞাপন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্মৃতিচারণ করেন প্রয়াতার পারলৌকিক সদগতি ও নির্বাণ সুখ কামনা করে কৃতজ্ঞতায় ও পুণ্য দান করেন এ সংঘমাতার।
উল্লেখ্য, তিনি গতকাল ৪ ফেব্রæয়ারি রাত ৮টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ সন্তান ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে পুত্র সাংঘিক ব্যক্তিত্ব কর্মবীর ভদন্ত ধর্মানন্দ মহাথের।