শোভনীয়া ক্লাবের আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল শুরু

9

স্পোর্টস ডেস্ক

কে এম এজেন্সি ও মেসার্স বাকলিয়া কন্সট্রাকশন পৃষ্ঠপোষকতায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত আ জ ম নাছির উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল কলেজিয়েট স্কুল মাঠে শুরু হয়েছে। শোভনীয়া ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং মো. মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উদ্ধোধক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জুনিয়র চেম্বার অব অ্যান্ড কর্মাসের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সিজেকেএসের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম লেদু, স্পন্সর প্রতিষ্ঠান মেসার্স বাকলিয়া কনস্ট্রাকশনের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লিগের আহবায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনী, সিজেকেএস কাউন্সিল তিরিম বরণ চৌধুরী, দিদারুল আলম, মো. এনাম, এম এ মুছা বাবলু প্রমুখ।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য মো. বেলাল আহমেদ, রায়হান ইউসুফ, তারেক ইমতিয়াজ ইমতু, কো-চেয়ারম্যান এম এম মামুনুর রশীদ, আনিসুর রহমন, মো. আলমগীর, মহসিন সাজু, মানিক, আফসার, আলোউদ্দীন ভূইয়া, সাইদ মুরাদ, রানা, বাবলু, জনি, সানি ইসমাইল, এস রানা, শাহেদ, অভি, নূরউদ্দীন, মাসুম, মাকসুদ, মারুফ, রন্জয়, শহীদ, আলামিন, ওয়াহিদ, মান্না প্রমুখ।
উদ্বোধনী খেলায় কালারপোল ক্রীড়া সংস্থা ২-০ গোলে স›দ্বীপ ফুটবল একাডেমিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। ম্যাচের ২৩ মিনিটে হাসান গোল করে কালারপোলকে এগিয়ে দেন। শাহীন দলের হয়ে দ্বিতীয় গোলটি করলে তাদের জয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচ সেরা হন বিজয়ী দলের হাসান। টুর্নামেন্টে আজ কোন খেলা নেই। কাল একই ভেন্যুতে বিকাল ৩.৩০টায় মুখোমুখি হবে হাটহাজরীর মাদার্শা একাদশ ও পশ্চিম ডলু স্পোর্টিং ক্লাব।