শোক সংবাদ

35

 

বিভিন্ন কলেজেন বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপিকা ড. সুনন্দা বড়ুয়া (৭৪) গত ২ অক্টোবর ভোর ৫টায় ঢাকার ধানমন্ডিতে একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়বেটিস, কিডনি জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। ৬ অক্টোবর পূর্বাহ্নে এ উপলক্ষে আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে অষ্টপরিষ্কার দান অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় পালি সাহিত্য ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক ড. রবীন্দ্র বিজয় বড়ুয়ার সহধর্মিণী ড. সুনন্দা বড়ুয়া চন্দনাইশের সাতবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স এবং পালি সাহিত্যে মাস্টার্স করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি অনেক কবিতা, গল্প এবং প্রবন্ধ রচনা করেছেন। ২ অক্টোবর সকালে ঢাকার বাড্ডা বৌদ্ধ বিহারে প্রথম আনুষ্ঠানিক প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উত্তরা বৌদ্ধ বিহার এবং আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে শেষকৃত্য সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি