শেয়ারবাজারে মূলধন বেড়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকা

8

পূর্বদেশ ডেস্ক

নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা আবারও বাজারে সক্রিয় হতে শুরু করেছেন। বেশ কিছুদিন ধরে বাজারে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক দুই ধরনের বিনিয়োগকারী আবারও বাজারমুখী হয়েছেন। এর ফলে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকা। বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, টানা তিন সপ্তাহ ধরে চাঙ্গা রয়েছে দেশের শেয়ার বাজার। এই তিন সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১৮ হাজার ৬১৯ কোটি টাকা।
বাজারের তথ্য বলছে, গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসই ছিল ঊর্ধ্বমুখী। এতে সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচক। এতে গত এক সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে আট হাজার কোটি টাকার ওপরে বেড়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৮৮৫ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি টাকা। অর্থাৎ, গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৬৪৫ কোটি টাকা। আগের দুই সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ৯ হাজার ৯৭৪ কোটি টাকা। এ হিসাবে তিন সপ্তাহের উত্থানে বাজার মূলধন বেড়েছে ১৮ হাজার ৬১৯ কোটি টাকা।
দেখা যাচ্ছে, বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৮৩ টির। আর ৫৬ টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৫৩ দশমিক ৫৩ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ১১৩ দশমিক ৬৪ পয়েন্ট। তার আগের সপ্তাহে বাড়ে ৯২ দশমিক ৬৭ পয়েন্ট।
এছাড়া বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে বেড়েছে ৩৮ দশমিক ৩১ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৪৭ দশমিক ৩০ পয়েন্ট। তার আগের সপ্তাহে বাড়ে ২৫ দশমিক ৬৬ পয়েন্ট।
এদিকে বেড়েছে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও। গত সপ্তাহে এই সূচকটি বেড়েছে ১৮ দশমিক ৫৮ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ২৪ দশমিক ২৩ পয়েন্ট। তার আগের সপ্তাহে বাড়ে ২০ দশমিক ৬৭ পয়েন্ট।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, সবকটি সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৯০২ কোটি ৯০ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ১ হাজার ৩৮৬ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়ছে ৫১৬ কোটি ১২ লাখ টাকা। গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯ হাজার ৫১৪ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৬ হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ টাকা। এই হিসাবে মোট লেনদেন বেড়েছে ২ হাজার ৫৮০ কোটি ৬১ লাখ টাকা।
গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। গত সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৩৪ লাখ ৩ হাজার টাকা, যা মোট লেনদেনের ৫ দশমিক শূন্য ৭ শতাংশ। খবর বিডিনিউজের
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ৫১৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এই সময়ে লেনদেন হয়েছে ২৭৯ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৯০৪ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১২ কোটি ৯২ লাখ ৮ হাজার ৪১৬ টাকা। গত সপ্তাহে লেনদেন হওয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের, কমেছে ৬৯টির আর অপরিবর্তিত ৪০টির দাম।