শেষ টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া

7

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সফরের আগে নানা অজুহাতে সুযোগ পেলেই বেঁকে বসত অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এবার করোনা মহামারীর কারণে জুড়ে দেয় কঠিন তিন শর্ত। তার মধ্যে প্রথম শর্ত হল- বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়াই খেলোয়াড়দের বাংলাদেশে প্রবেশ করতে দিতে হবে এবং তাদের প্রতিনিধির কাছে পাসপোর্ট রেখে সবাই সরাসরি টিম হোটেলে উঠবে। দ্বিতীয় যে শর্ত ছিল তারা যে হোটেলে উঠবে সে হোটেলের পুরোটাই তাদের জন্য বুকিং করতে হবে। এক্ষেত্রে জৈব সুরক্ষা বলয়ের সংশ্লিষ্টরাই শুধু হোটেলে অবস্থান করতে পারবেন। বিসিবি চেয়েছিল অস্ট্রেলিয়া সিরিজের একাধিক ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও আয়োজন করতে। কিন্তু অজিরা তৃতীয় শর্তে জানিয়ে দেয়, তারা যেকোনো এক ভেন্যুতেই পাঁচটি ম্যাচ খেলতে চায়। কি আর করা, তাদের দেওয়া কঠিন সব শর্ত মেনেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ম্যাচেই দাপট দেখিয়ে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২৩ রানে প্রথম জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটে এবং তৃতীয় ম্যাচে ১০ রানে হারিয়ে অজিদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়ে টিম বাংলাদেশ। এর সাথে তিনটি ঐতিহাসিক রেকর্ডও গড়ে টাইগাররা। প্রথমত অজিদের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম টি-টোয়েন্টি জয়। দ্বিতীয়ত, বাংলাদেশ টি-টোয়েন্টি ইতিহাসে এতো কম রান পুঁজি করে কোনো দলের সঙ্গে জেতেনি। তবে দেড়শ রানের নিচে পুঁজি নিয়েই সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সারির দলগুলোর বিপক্ষে ছিল না একটিও। সেই ‘প্রথম’ জয়টাই এলো অস্ট্রেলিয়ার বিপক্ষে। তৃতীয়ত, টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম রান করে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সেই রেকর্ড ভেঙে দিয়ে এখন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। কিন্তু সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। তবে ছোট লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার নাভিশ্বাস তুলে তিন উইকেটে হার মানে স্বাগতিকরা। আজ শেষ টি-টোয়েন্টি ম্যাচ। স্বাগতিকরা চাইবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে জয় দিয়ে সিরিজ শেষ করতে। অন্যদিকে টানা তিন ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর পর চতুর্থ ম্যাচে জয় পাওয়া অজি দলও চাইবে শেষ ম্যাচটিও জয়ে রাঙিয়ে নিতে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।