শেষ ইচ্ছার ‘সর্বোত্তম’ ভোট দেখলেন মাহবুব তালুকদার

7

পূর্বদেশ ডেস্ক

মধ্য ফেব্রুয়ারিতে বিদায়ের আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে নিজেদের পাঁচ বছর মেয়াদের ‘সর্বোত্তম’ স্থান দিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গতকাল রোববার ভোট শেষে নারায়ণগঞ্জ থেকে ফিরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বরাবরের মতো লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি। এদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ উপ-নির্বাচন ও পাঁচ পৌরসভায় ইভিএমে ভোট ছিল। দুপুরে নারায়ণগঞ্জে ভোট দেখতে যান নির্বাচন কমিশনার।
বিকালে ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে-আমার কথা’ শীর্ষক বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচন। এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান। কারণ, আমি ইতোপূর্বে বলেছি যার শেষ ভালো, তার সব ভালো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৪টি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেন তিনি। খবর বিডিনিউজের।
সহিংস ইউপি নির্বাচনের পর অনুষ্ঠিত এ নির্বাচনে বড় কোনো গোলযোগ হয়নি।
মাহবুব তালুকদার বলেন, বিগত ৫ বছরে যতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ও সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সর্বোত্তম।
এ নির্বাচন কমিশনার জানান, নারায়ণগঞ্জে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে কিছু সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও এ সম্পর্কে কোনো সংখ্যা জানা যায়নি।
তিনি বলেন, আমি নিজে সবসময় গায়েবি মামলার বিরোধিতা করেছি। নির্বাচনকালে গায়েবি মামলার হিড়িক পড়ে যায় কেন, তা এক প্রশ্ন। এই নির্বাচনকালেও পুরোনো মামলায় আটক অব্যাহত রয়েছে, যা দুঃখজনক।
২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে পাঁচ সদস্যের ইসিতে নানা কর্মকাÐে বারবার আলোচিত ছিলেন মাহবুব তালুকদার।