শেষ আটের যুদ্ধ শুরু আজ

6

 

পূর্বদেশ ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপে নক আউট পর্ব শেষ। আজ শুক্রবার শুরু হচ্ছে শেষ আটের যুদ্ধ। কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, দুইবারের আর্জেন্টিনা সহ অন্যান্য হেভিওয়েট দলগুলোর। প্রতিটি দলই কাতারের প্রথম রেস্ট ডে’তে নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত ছিল।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ প্রথম দিনেই মাঠে নামছে ল্যাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। রাত ৯টায় প্রথম কোয়ার্টার ফাইনালে রাশিয়া বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। আর রাত ১টায় সৌদি আরবের বিরুদ্ধে হতাশাজনক পরাজয় দিয়ে আসর শুরু করা আর্জেন্টিনা শেষ আটে খেলবে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে।
শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে শুরুতেই বিধ্বস্ত করে দিয়েছিল ব্রাজিল। শেষ পর্যন্ত ৪-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমারের দল। জয় ছাপিয়ে এ ম্যাচে অবশ্য আলোচনায় নেইমার-ভিনিসিয়ুসদের সেই নাচ। অনেকে তুলেন ঘোর আপত্তি। বলেন, নেইমারদের নাচ প্রতিপক্ষের জন্য অসম্মানজনক। তবে ক্রোয়েশিয়া ডিফেন্ডারের অবশ্য কোনো আপত্তি নেই এই নাচে।
গত বুধবার ক্রোয়েশিয়ার সংবাদ সম্মেলনে আসেন ডিফেন্ডার দেয়ান লভরেন। সেখানে কথা বলার এক পর্যায়ে ব্রাজিলের খেলোয়াড়দের নাচ নিয়ে কথা বলেছেন লভরেন। নিজের ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে ব্রাজিলিয়ান সতীর্থ রয়েছে লভরেনের।
সে কারণেই লভরেন মনে করেন, নেইমার-ভিনিসিয়ুসদের নাচ প্রতিপক্ষের প্রতি মোটেও অসম্মানজনক নয়। তিনি বলেন, ‘ওদের নাচতে দিন। আমি এর মধ্যে অসম্মানের কিছু দেখি না। ব্রাজিলিয়ানরা গানে জন্মায়, গানে বাঁচে। তাদের জীবনযাপন নিয়ে আমার ধারণা আছে। এর মধ্যে ভুল কিছু দেখি না।’
একই দিন সংবাদ সম্মেলনে ব্রাজিলের নাচকে নিয়ে করা সমালোচনার জবাব দেন দলটির উইঙ্গার ভিনিসিয়ুস। এই তারকা বলেছেন, ‘প্রতিপক্ষকে অসম্মান করতে নয়, আনন্দের বহিঃপ্রকাশ হিসেবেই গোলের পর নেচেছে ব্রাজিল দল। এটা ব্রাজিলিয়ান সংস্কৃতির অংশ। আর গোল উদ্যাপনে এই নাচ থামাবে না ব্রাজিল দল।’
দোহায় সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ভিনিসিয়ুসের কাছে জানতে চাওয়া হলে ব্রাজিল তারকা বলেন, ‘হ্যাঁ, অন্যের সুখ দেখে কেউ কেউ অভিযোগ তুলবেই। আমরা ব্রাজিলিয়ানরা আনন্দ করতে ভালোবাসি, মজা করতে পছন্দ করি। ফুটবলে গোল সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বকাপে তো আরও বেশি। ওই মুহূর্তটা শুধু খেলোয়াড়দের জন্য নয়, দেশের মানুষের জন্যও উৎসবের উপলক্ষ্য। এখনো আরও অনেক উদ্যাপন বাকি আছে আমাদের। তাই ভালো খেলা প্রয়োজন, থাকতে হবে ফুরফুরে মেজাজে।’
এদিকে আজ রাত ১টায় মুখোমুখি হওয়া আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস জানায়, কোয়ার্টারের লড়াইয়ে তারা তেমন পাত্তা দিচ্ছে না সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে। তাদের ভাবনা আর্জেন্টিনার অন্য তারকাকে নিয়ে।
গতকাল বৃহস্পতিবার ডাচ ডিফেন্ডার ন্যাথান আকে বলেন, মেসিকে নিয়ে ভাবেইনি লুই ফন হালের দল। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে কোয়ার্টারের লড়াইয়ের আগে মেসিকে নিয়ে আতঙ্কিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তাকে আটকানো অত্যন্ত মুশকিল হবে। তবে তার ব্যাপারে আমাদের এখনও কোনো কথা হয়নি। সত্যি বলতে আমরা মেসিকে নিয়ে ভাবিইনি।’
এবারের বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ছন্দে আছেন জুলিয়ান আলভারেজ। ম্যানচেস্টার সিটির এ ফরোয়ার্ডের সঙ্গে লিওনেল মেসির সমন্বয়্টাও হচ্ছে বেশ। গোলের বিচারে মেসির চেয়ে একটু পিছিয়ে থাকলেও ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়েই বেশি চিন্তিত ডাচ ক্যাম্প। আকের বক্তব্য থেকে অন্তত বোঝা গেল সেটাই।
আলভারেজের প্রসঙ্গে আকে বলেন, ‘আর্জেন্টিনা দলে একাধিক গ্রেট প্লেয়াররা রয়েছেন। তবে আমি বলব আমার ম্যানচেস্টার সিটির সতীর্থ জুলিয়ান আলভারেজের কথা। খুব টেকনিক্যাল প্লেয়ার। ট্রেনিংয়েও তাকে মার্ক করা অত্যন্ত কঠিন। যেমন ক্ষীপ্র, তেমনি ফিনিশিংয়ের দক্ষতা। খুবই কঠিন হবে।’