শেষদিকের কামিন্স ঝড়ও বাঁচাতে পারল না কলকাতাকে

5

আইপিএলে ১৫তম ম্যাচে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে টপঅর্ডারের সবাই ব্যর্থ হন। মাঝে দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল চেষ্টা করলেও তা খুব বেশি ফলপ্রসূ হয়নি। তারা দুজনে মিলে ৩৯ বলে ৮১ রানের জুটি গড়েন। ঝড়ো ব্যাট করা রাসেল ২২ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৫৪ করে স্যাম কারেনের বলে বোল্ড হন। এরপর কার্তিক ২৪ ব্যক্তিগত ৪০ রানে আউট হন।
তবে শেষদিকে প্যাট কামিন্সের ঝড়ো ব্যাটে প্রায় জিতেই নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু অন্যপ্রান্তে উইকেট বিলিয়ে আসায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৮ রানে হেরে গেলেন ইয়ন মরগানরা। কামিন্স ৩৪ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। বুধবার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা চেন্নাই নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২২০ রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা ১৯.১ ওভারে অলআউট হওয়ার আগে ২০২ রান করতে পারে। এদিন সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নামে কলকাতা। তার বদলে সুযোগ পান সুনীল নারাইন।