শেরে বাংলা মাজার শরীফ পুনঃনির্মাণ কাজ উদ্বোধন

42

 

গত ২৮ ফেব্রূয়ারি আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আলকাদেরী শেরে বাংলা (রঃ) এর মাজার শরীফের পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও মাজার শরীফ পুনঃ নির্মাণ কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। মাজার শরীফ পুনঃ নির্মাণ কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, নির্মাণ কাজের জন্য যথেষ্ট আর্থিক সামর্থ থাকা সত্বেও আশেক-ভক্ত সুন্নি সকলের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণ ও সযোগিতার মাধ্যমে আগামী এক বৎসরের মধ্যে মাজার শরীফের নির্মাণ কাজ সম্পন্ন করার প্রতিশ্রæতি জ্ঞাপন করেন, সাথে সাথে উপস্থিত সকল আশেক-ভক্ত ও ওলামায়েকেরামের দোয়া কামনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মওলানা সৈয়দ অছিউর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মওলানা কাজী মোহাম্মদ মঈন উদ্দিন আশ্রাফী, সৈয়দ মোহাম্মদ এনামুল হক আলকাদেরী। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আলকাদেরী, সৈয়দ মোহাম্মদ বদরুল হক আলকাদেরী, মওলানা মোহাম্মদ সোলাইমান আনসারী, মওলানা মুফতি আবদুল ওয়াজেদ, মওলানা আবদুল মান্নান, আলহাজ্ব মোহাম্মদ আবদুল শুক্কুর, আলহাজ্ব মোহাম্মদ হারুন সওদাগর, আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, সৈয়দ মোহাম্মদ নাজমুল হক আলকাদেরী, আলহাজ্ব মোহাম্মদ দিদারুল আলম আলকাদেরী প্রমুখ। মিলাদ পরিচালনা করেন, মওলানা সৈয়দ মোহাম্মদ ইউনুছ রজভী এবং মুনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আলকাদেরী। পরিশেষে মাজার শরীফের পুনঃ নির্মাণ কাজের ফলক উম্মোচন করেন আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।