শেফালী ঘোষের মৃত্যুবার্ষিকী আজ

53

আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষের ১৩ম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ৩১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় মায়ার বাঁধন ছিন্ন করে ভক্ত-অনুরক্তদের শোক সাগরে ভাসিয়ে দিয়ে চিরকালের জন্য বিদায় নেন কিংবদন্তী এই শিল্পী।
বোয়ালখালীর কানুনগোপাড়া গ্রামে ১৯৪১ সালে জন্ম হয় শেফালী ঘোষের। পিতার নাম কৃষ্ণ গোপাল ঘোষ, মাতা শ্রীমতি আশালতা ঘোষ। মৃত্যুর পর গণমানুষের দাবির মুখে এ শিল্পীকে রাষ্ট্রীয় সম্মান জানায় সরকার। ২০০৮ সালে একুশে পদকে ভূষিত করা হয়। বোয়ালখালীতে জেলা পরিষদের অর্থায়নে এ শিল্পীর সমাধিতে আবক্ষ মূর্তি স্থাপন ছাড়া তেমন একটা কর্মকাÐ নেই।-বোয়ালখালী প্রতিনিধি