শেখ হাসিনা জনগণের সুখ-দুঃখ ভাগ করে নেবে : এম. এ মোতালেব

13

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম. এ মোতালেব সিআইপি বলেছেন, আওয়ামীলীগ সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন সেক্টরের উন্নয়নের ন্যায় রোগাক্রান্ত ব্যক্তিদের মধ্যেও সহায়তার হাত অবারিত রেখেছেন। ফলে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। আওয়ামীলীগ যতদিন ক্ষমতায় থাকবে জনগণের পাশে থেকে সুখ-দু:খ ভাগ করে নিবে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সমাজ সেবা অধিদপ্তরের অধীনে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরা বেগম, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী পারভেজ সারওয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. সেলিম উদ্দীন, রূপকুমার নন্দী খোকন ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী অনুপম নন্দী। উল্লেখ্য, সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে ক্যান্সার, কিডনী, প্যারালাইজড, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস ও জন্মগত হৃদরোগে আক্রান্ত বাচ্ছাসহ ৫০হাজার টাকা করে ১০জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।