শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে উন্নয়ন অব্যাহত থাকবে

58

হোপ ফাউন্ডেশন, চট্টগ্রাম এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে নবদিগন্তের দ্বার উন্মোচন করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসাবে সারাবিশ্বে পরিচিত। মহাকাশে আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে। সাগরে আছে সাবমেরিন। নদীর নিচে ট্যানেলসহ মেট্রারেল, ইলেকট্রিক ট্রেন, সৌরবিদ্যুৎ, কয়লা বিদ্যুৎ, দৃষ্টিনন্দন মসজিদ, পদ্মাসেতু হচ্ছে। তিনি আবার ক্ষমতায় এলে উন্নয়ন ধারা অব্যাহত থাকবে এবং উন্নত হবে বাংলাদেশ। নগরীর দুলহান কমিউনিটি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন ইমরান সাঈদ রবিন। নাজমুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ফারহানা জাবেদ, ডা. সালাউদ্দিন চৌধুরী আবির, নগর যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন দেলু, মুবিল যমুনা লি. এর পরিচালক হাসান উদ্দিন।
আলোচনায় অংশ নেন নগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, বাবলু দাশ, আনিসুর রহমান মামুন, ইয়াছিন ভূঁইয়া। উপস্থিত ছিলেন হোসাইন মনির, জাহিদুল আলম জাহিদ, তাইব হায়দার, আসাদ সাইফ, শাহা নেওয়াজ জয়, নিশু আরিশা, ইমরান ইমি, সাজ্জাদ হোসেন, রিবিলিয়াস ইমন, রফিকুল ইসলাম, কাইসার আহমেদ জাবদ, ফিরজ, নীল, ফয়সাল, জুয়েল, রাকিব, মোবারক, শিরিন, নিহার, বৃষ্টি, সাথী, মিষ্টি, হুমাতুল, তানিশা আকতার প্রমুখ। সেইভ উইন্টার এপেক্টেড পিপল ২০১৮ সিজন ২ এর উদ্যোগে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ২০০ জনকে শীতবস্ত্র দেয়া হয়। খবর বিজ্ঞপ্তির