শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

7

 

রাঙ্গুনিয়া : আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে গত ১৭ মে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মুনাফা সিকদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ ও সহ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশা’র যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিস আজগর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সম্পাদক মÐলীর সদস্য- জসিম উদ্দিন তালুকদার, জসিম উদ্দিন শাহ্, হালিম আবদুল্লাহ, সদস্য শেখ মুজিবুর রহমান চৌধুরী, সিরাজুল করিম সিকদার, আব্দুর রহিম, রাঙ্গুনিয় পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সেলিম, বদিউল আলম মাস্টার, নুরুল আবছার, হারুন, মোহাম্মদ ইদ্রিস, জালাল উদ্দীন, জামাল উদ্দীন, আনোয়ার হোসেন তালুকদার, সাজ্জাদুল ইসলাম খোকন, কামাল উদ্দীন, উপজেলা যুবলীগ সভাপতি সামসুদ্দোহা সিকদার প্রমুখ।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে গত মঙ্গলবার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান মো. শানে আলম, আলম, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, নিলোৎপল খীসা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুইচিং থুই মারমা, ভাইবোন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল ত্রিপুরা প্রমুখ।