শেখ হাসিনার সমাবেশে পটিয়া থেকে যোগ দেবেন ২১ হাজার নেতাকর্মী

21

পটিয়া প্রতিনিধি

৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে শেখ হাসিনার সমাবেশে পটিয়া থেকে যোগ দেবেন ২১ হাজার নেতাকর্মী। এসব নেতাকর্মী যাতে পটিয়া থেকে নগরীতে যেতে পারেন সে জন্য ২২৬টি গাড়ি ভাড়া করা হয়েছে। নগরীতে অবস্থানরত পটিয়ার বাসিন্দারা ও পটিয়া থেকে আগত লোকজন সকাল ৮টার মধ্যে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্ত¡রে জমায়েত হবে। এসব নেতাকর্মীদের জন্য তৈরি হচ্ছে গেঞ্জি। পাশাপাশি চলছে খাবারের ও নাস্তার আয়োজন। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।
জানা গেছে, পটিয়ায় গত ১৪ বছরে ৬ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আরো প্রায় ২ হাজার কোটি টাকার উন্নয়ন
কাজ চলমান। গত ১৪ বছরে পটিয়া এগিয়েছে অনেকদূর। এ কারণে পটিয়ার লোকজন শেখ হাসিনার সমাবেশে কৃতজ্ঞতা জানাতে অংশ নিতে উৎসাহী হয়েছেন।
সামশুল হক চৌধুরী জানান, ৪ তারিখ সকাল ৮টার মধ্যে পটিয়ার লোকজন পুরাতন রেল স্টেশন চত্ত¡রে জমায়েত হবে। সেখান থেকে সাড়ে ৮টায় জনসভাস্থলে যোগ দেবেন। পটিয়া থেকে লোকজন যাতে নির্দিষ্ট স্থানে যেতে পারে সেজন্য ২২৬টি গাড়ি ইউনিয়ন ওয়ারি বন্টনের কাজ চলছে। এর মধ্যে যুবলীগ ও ছাত্রলীগ পাবে ৪০টি গাড়ি।