শেখ রাসেল মহানগরী ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন রেলওয়ে স্টেশন কলোনী স্কুল

12

 

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড এর আর্থিক সহযোগিতায় শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়। গতকাল বিকেলে দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইকর রহমান, রিফাত আহম্মেদ, মো. শামিম একটি করে গোল করেন। চ্যাম্পিয়ন দলকে ট্রফি, মেডেল সহ নগদ ৭৫,০০০/-টাকা ও রানার্স আপ দলকে ট্রফি, মেডেল সহ নগদ (৪০,০০০/- টাকা দেওয়া হয় এবং তৃতীয় নির্ধারণী দলকে ট্রফিসহ নগদ ২৫,০০০/- টাকা ও সেরা সু-শৃঙ্খল দল সিএমপি স্কুল এন্ড কলেজ কে ক্রেস্টসহ নগদ ৭,০০০/- টাকা প্রাইজমানি দেয়া হয়। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ টি গোল করে সেরা গোলদাতা হিসাবে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের আব্দুর রহিম কে ট্রফি সহ ৫,০০০/- ফাইনালের সেরা খেলোযাড় বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়ের ১০ নম্বর জার্সিধারী আব্দুল লতিফ কে ট্রফিসহ নগদ ৫,০০০/- এবং টুর্নামে›টে অংশগ্রনকারী প্রত্যেক দলকে নগদ ৫,০০০/- করে ও প্রত্যেক স্কুলকে দুই সেট করে জার্সি ও সিএমপি ট্রাফিক বিভাগের সহায়তায় খেলার মাঠে যাতায়াতের জন্য পরিবহণ সুবিধা প্রদান করা হয়। সমাপনি অনুষ্ঠানে বক্তব্যে ‘দিপ্ত জয়োল্লাস অদম্য আতœবিশ^াস’ নিয়ে কিশোর শিক্ষার্থীদের সোনার বাংলা গড়ার জন্য আহবান জানিয়েছেন সিএমপি কমিশনারসালেহ্ মোহাম্মদ তানভীর, উপ-পুলিশ কমিশনার (বন্দর) এস এম মেহেদী হাসান। সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন চমকস ফুটবল কমিটির সদস্য অধ্যাপক জাহিদুর রহমান জাহিদ।