শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্রে ঈদ উপহার বিতরণ

6

ঈদ উৎসবের পোশাক, উপহার ও ধর্মীয় শিক্ষা সহায়ক উপকরণ পেয়ে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ২শ শিশুর মুখে ফোটল অমলিন হাসি। গত ৩ মে কেন্দ্রের মিলনায়তনে সীমিত পরিসরে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানে শিশুদের এসব উপহার ও উপকরণ দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলী আকবর এবং ফরহাদাবাদ জামে মসজিদের ইমাম সরোয়ার ফরহাদ। কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে এবং আউটরিচ ওয়ার্কার বিপুল চন্দ্র পালের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন কেন্দ্রের শিশু জান্নাতুল ফেরদৌস। এতে ইসলামি সংগীত পরিবেশন করেন মো. রাকিব। এরপরেই পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের মাহাত্ম্য ও চলমান বৈশ্বিক মহামারি করোনাকালে করণীয় বিষয়ে আলোচনা করেন অতিথিরা। এরপর কেন্দ্রের শিশুদের মাঝে ঈদুল ফিতর উৎসবের পোশাক, উপহার ও ধর্মীয় শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।