‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’

4

মহানগর আওয়ামী লীগ : নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শহীদ শেখ রাসেল বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান হিসেবে অনেক স্বপ্ন দেখেছিলেন। বিশ্বে যেন আর কোনো শিশুকে শেখ রাসেলের মতো জীবন দিতে না হয়।
এরকম কলঙ্কজনক অধ্যায় যেন আর কেউ তৈরি করতে না পারে, সেজন্য আমরা দেশের প্রতিটি শিশু-কিশোরের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, দেশের কোটি কোটি শিশু, কিশোর ও তরুণদের কাছে শেখ রাসেলের জীবন এবং তার মর্মান্তিক হত্যাকান্ড তুলে ধরতে হবে। নিষ্পাপ রাসেলকে যারা হত্যা করেছে তাদের কয়েকজনের শাস্তি হয়েছে। বাকিরা এখনও পলাতক বা বিদেশে আশ্রয়ে আছে। এদের দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দিতে হবে।
গত সোমবার সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউটে শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন।
স¤প্রীতি সুরক্ষায় এখন থেকে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হবে জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, কোন কোন ক্ষেত্রে লক্ষণীয় যে, এক্ষেত্রে শিথিলতা হচ্ছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না। বঙ্গবন্ধু যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন তা শোষিত মানুষের বাসযোগ্য ভূমির জন্য। শুধু ভৌগলিক স্বাধীনতা জাতির জন্য যথেষ্ট পরিচয় নয়, মূল লক্ষ্য সাম্য-মৈত্রী-শান্তি ও প্রগতির জয়যাত্রা রচনা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সে আরাধ্য জয়যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন। এবারের শেখ রাসেল দিবস ভিন্নমাত্রায় এসেছে। এটা হলো করোনাকালের দুর্যোগ-দুর্বিপাক মোকাবেলা করে সুন্দর একটি আগামীর প্রত্যাশা নিয়ে।
রাজনীতিতে আমাদের সবাইকে পরিশুদ্ধ হতে হবে। যারা একদিন ইতিহাসের চাকাকে উল্টো পথে পরিচালনা করেছে ইতিহাস নিয়ে মিথ্যাচার করেছে মুক্তিযুদ্ধের আদর্শকে যারা ভূলুন্ঠিত করে পাকিস্তানি ভাবধারায় এদেশ পরিচালনা করেছিল তারা আজও ঘাপটি মেরে আছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে এবং ইতিহাস বিকৃতিকারীদের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করতে হবে।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মÐলীর সদস্য হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সায়মুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী।
বক্তব্য দেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শেখ মো. ইসহাক, কার্যনির্বাহী সদস্য আবুল মনছুর, বখতেয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, পেয়ার মোহাম্মদ, আবদুল লতিফ টিপু, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃশংস হত্যাকান্ডে নিষ্পাপ শিশু সন্তান রাসেলও খুনীদের হত্যার শিকার হয়। ছোট শিশু শেখ রাসেলের সেই করুণ আর্তনাদ ঘাতকদের মন গলাতে পারেনি। শেখ রাসেলের এই নির্মম হত্যাকান্ড বাঙালি জাতিকে কলঙ্কিত করেছে এবং পৃথিবীব্যাপী রাজনৈতিক হত্যাকান্ডের নির্মমতাকে ম্লান করে দেয়। গত ১৮ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, স্বাস্থ্য সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল মতিন চৌধুরী, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, এ কে আজাদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের প্রমুখ।
দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা : চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলে এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে হবে। স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শিশুদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শেখ রাসেল দিবসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই হোক সকলের অঙ্গীকার। গত সোমবার বিকেলে চট্টগ্রাম আদালত চত্বরে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ আলমগীর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলাউদ্দিন মারুফ। সংগঠনটির সাধারণ সম্পাদক লায়ন ছাবের আহমদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সেলিম উদ্দিন,মুনির উদ্দিন চৌধুরী, এসডি বাবলা, সিরাজুল ইসলাম হৃদয়, অলক বড়ুয়া, এম এ মালেক, মোজাফফর আহমদ, রৌশনুজ্জামান, আবু তাহের, এস এম ফারুক, ইমরানুল হক আজাদ, ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক।
আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারী আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে গত ১৮ অক্টোবর কলেজ ছাত্রলীগের আহব্বায়ক সুজন গাজীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সদস্য সচিব নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন আশিক, এনামুল হক মিনহাজ, তৌহিদুল ইসলাম আরফান, জোবায়ের, সোহাগ সিকদার, জিসান, জনি নন্দী, ইব্রাহিম, আব্দুল কাদের, সুমন রাফি, আশিক মাহমুদ, আরিফ, জাকির হোসেন রনি, তানভীর গাজী, এমদাদুল হক বিপু, জিবরান, হাসান, মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন, ইয়াছিন আনাফ প্রমুখ।
উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও এক আলোচনা সভা সংগঠনের সভানেত্রী ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে গত মঙ্গলবার নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিতের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ -সভাপতি সৈয়দা রিফাত আকতার নিশু, রোমানা নাসরিন, সাংগঠনিক সম্পাদক হামিদা বেগম, জাহানারা নাজনীন, দপ্তর সম্পাদক এডভোকেট বিবি আয়েশা, কৃষি বিষয়ক সম্পাদক রহিমা মনসুর,ধর্ম বিষয়ক সম্পাদক -সেলিনা আকতার, তথ্য ও গবেষণা সম্পাদক মনোয়ারা বেগম, এড.রেহেনা আকতার, নাজমা আকতার পারভীন আকতার, লিপি দেয়ানজি, এড.সাইফুন্নাহার খুশী, শিলা চৌধুরী প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন শেখ রাসেল দিবস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ১৮ অক্টোবর উদযাপন করা হয়। এ উপলক্ষে দুপুর ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিশুদের সাথে নিয়ে কেক কাটেন। এ সময় চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ, চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামসাদ বেগম চৌধুরী ও স্কুলের শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী মৎস্যজীবী লীগ : আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগর আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী নতুন ফিশারীঘাট সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগর এর আহব্বায়ক আমিনুল হক (বাবুল সরকার) সঞ্চালনা করেন সদস্য সচিব এম.এ মোতালেব তালুকদার। এতে বক্তব্য রাখেন যুগ্ম আহব্বায়ক হাজী সেলিম রহমান, এ.কে ফজলুল হক, কাউসারুজ্জামান, হাফেজ ইসমাইল, প্রবীর দাশ, এরশাদুল আলম, আনসার হোসাইন, মো. ইব্রাহিম, নুরুল আমিন, নগর সদস্য মোহাম্মদ শামসুল আলম, আবুল বশর, কোতোয়ালীর আহব্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব সাইফুদ্দীন রাসেল, বাকলিয়ার আহব্বায়ক সেলিম উদ্দীন, সদস্য সচিব মহিউদ্দিন তারেক, আব্দুর নূর টিপু, সুজিত দাশ, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ জসিম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মামুন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জসিম, মোহাম্মদ নাছির উদ্দীন প্রমুখ।
চট্টগ্রাম বন্দর কলেজ : চট্টগ্রাম বন্দর কলেজের উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে গত ১৮ অক্টোবর আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহব্বায়ক ও জীববিজ্ঞান বিভাগের প্রভাষক শাহ্ মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. খাদেম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিতালী পালিত। এতে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আকতার, শিক্ষক পরিষদের সম্পাদক আহমদ ইমরানুল আজিজ, উচ্চতর গণিত বিভাগের প্রভাষক তৌফিকুল ইসলাম এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক গাজী আকবর হোসেন। শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক মোহাম্মদ বেলাল উদ্দিন। বিজ্ঞপ্তি