শেখ রাসেল দিবস উদযাপিত

42

 

শেখ রাসেল দিবস উদযাপন করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মমতা। প্রধান কার্যালয়সহ মমতার সকল শাখা অফিস, মমতা মাতৃসদন হাসপাতাল-১ লালখান বাজার, মমতা মাতৃসদন হাসপাতাল-২ বন্দরটিলা, মমতা সকল স্বাস্থ্য কেন্দ্রসহ মমতার অন্যান্য প্রকল্প, কর্মসূচির অফিসে একযোগে দিবসটি উদযাপিত হয়েছে। গত ১৮ অক্টোবর দিবসটি উপলক্ষে মমতার উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল, শিশু কিশোরদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুস্থ, দরিদ্র এবং এতিমদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর হালিশহরস্থ মমতার প্রধান কার্যালয় সংলগ্ন মমতা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। মমতার কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক এসএম আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ডেইজী মওদুদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মমতার কার্যকরী পরিষদের সহ-সভাপতি হারুন ইউসুফ, সদস্য নাসিমা আকতার, মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক তৌহিদ আহমেদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক ও ধন্যবাদ জ্ঞাপন করেন মমতার সাধারণ সম্পাদক মনসুর মাসুদ। অনুষ্ঠানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে অতিথিবৃন্দের উপস্থিতিতে শিশুদের অংশগ্রহণে কেক কাটা হয়। এছাড়াও শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।