শেখ রাসেল দিবস উদযাপিত

5

সরাইপাড়া শেখ রাসেল স্কোয়ার্ড : সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, ৭৫ এর ১৫ আগস্ট কালোরাত্রিতে বঙ্গবন্ধুকে হত্যা করার পর শেখ রাসেলকেও নিস্তার না দেওয়ার বিষয়টি খুনিদের একটি সুদূরপ্রসারী পরিকল্পনারই অংশ। শেখ রাসেল স্কোয়ার্ডের উদ্যোগে কোরানখানি, দোয়া মাহফিল, খাবার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সরাইপাড়া ওয়ার্ডের রাবেয়া রাজ্জাক মাদ্রাসা ও হেফজখানায় কোরানখানির ও মিলাদের পর দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা কলিম উল্লাহ। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. রাশেদ চৌধুরী। আনিছুর রহমান মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নেছার আহম্মেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী, আশরাফুল গনি, আলী হোসেন, জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, নাজমুল হাসান রুমি, ফয়েজ খাঁন, ওমর গনি মানিক, বাবলু দাস, মন্জুরুল আলম রিমু, জালাল উদ্দিন, ইয়াসিন ভূঁইয়া, সালামত উল্লাহ মানিক, আশরাফ আবির রাহাত। অনুষ্ঠানে এতিম অসহায়দের মাঝে খাবার পরিবেশন করা হয়।
কাজেম আলী স্কুল এন্ড কলেজ : গত ১৮ অক্টোবর কাজেম আলী স্কুল এন্ড কলেজ এ শেখ রাসেল জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস শিরোনামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল’র ৫৮তম জন্মদিবস উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী সাঈফ মো. জুলকার নাঈন চৌধুরী (প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর) জেলা কার্যালয়, চট্টগ্রাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানজিদা মোখতার তানজিন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), লুৎফুল কবির ভূঁইয়া সহকারী প্রধান শিক্ষক, আকতার হোসেন কলেজ কো-অডিনেটর, প্রকৌশলী মোতালেব বিল্লাহ সহ সকল শিক্ষক-প্রভাষক বৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের হেড মাওলানা সৈয়দ মু. মুছা। বিজ্ঞপ্তি