শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল চট্টগ্রাম বিভাগীয় দলের ঢাকা গমন

19

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অ-১৫) ২০২৩ এর জাতীয় পর্যায়ের খেলা আজ ৬ মার্চ ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হবে। এ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় দল গঠণের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত খেলোয়াড়দের নিয়ে গত ০২ মার্চ ২০২৩ খ্রি. থেকে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করে ১৬ সদস্যের দল গঠন করা হয়। গতকালু বেলা ১১ টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ কাজলের সহযোগিতায় বিভাগীয় দলের ম্যানেজার খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন, বিভাগীয় দলের কোচ নূর হোসেন দৌলতসহ খেলোয়াড়বৃন্দ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশিনার(উন্নয়ন) মুহম্মদ আনোয়ার পাশা, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. আরিফুর রহমান, সিনিয়র সহকারি কমিশনার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ পরিচালক ড. মো. শফিকুল ইসলাম। চট্টগ্রাম বিভাগীয় দল আগামী ০৭ মার্চ সিলেট বিভাগের মোকাবেলা করবে। বিজ্ঞপ্তি