শেখ রাসেল চ্যালেঞ্জ কাপ ক্রিকেট সবার আগে শেষ চারে উদীয়মান সিসিএ’র ২য় জয়

7

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেল স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ-এর ক্রীড়া বিভাগ আয়োজিত অনূর্র্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে টানা তিন জয় নিয়ে গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম দল হিসেবে সবার আগে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে শেখ ফজলুল হক মনি উদীয়মান ক্রিকেট একাডেমি। গতকাল ‘এ’ গ্রæপের শেষ খেলায় তারা সৈয়দ মাহবুবুল এ জে ক্রিকেট একাডেমি ৭৬ রানের ব্যবধানে হারের স্বাদ দিয়ে শেষ চারের টিকিট কাটে। এর আগে দিনের ‘এ’ গ্রæপের প্রথম খেলায় আবদুর রব সেরনিয়াবাত চিটাগাং ক্রিকেট একাডেমি ৯০ রানের বড় ব্যবধানে রিটু খান বেসিক ক্রিকেট একাডেমিকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েও কোন লাভ হয়নি। এম এ আজিজ স্টেডিয়ামে দুপুর দেড়টায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় শেখ ফজলুল হক মনি উদীয়মান ক্রিকেট একাডেমি ও সৈয়দ মাহবুবুল এ জে ক্রিকেট একাডেমি। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করতে সমর্থ হয় উদীয়মান। জবাব দিতে নেমে ৮২ রানে অল-আউট হয়ে যায় সৈয়দ মাহবুবুল এ জে ক্রিকেট একাডেমি।
ম্যাচ সেরা নাহিদুল ইসলাম সিয়ামকে পুরস্কৃত করেন মহানগর আওয়ামী লীগ-এর সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের। এর আগে দিনের প্রথম খেলায় প্রতিদ্ব›িদ্বতা করতে নামে আবদুর রব সেরনিয়াবাত চিটাগাং ক্রিকেট একাডেমি ও রিটু খান বেসিক ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে চিটাগাং ক্রিকেট একাডেমি।
জবাব দিতে নেমে মাত্র ৬৪ রানে অল-আউট হয়ে যায় বেসিক ক্রিকেট একাডেমি। সুবাদে চিটাগাং ক্রিকেট একাডেমি জয় পায় ৯০ রানে। ম্যাচসেরা তানভীর মাহফুজ আদি’কে পুরস্কৃত করেন মো. এমদাদুল ইসলাম (অবসর প্রাপ্ত মেজর)।
আজ ‘বি’ গ্রæপের শেষ দুটি খেলায় মুখোমুখি হবে এসবি সিদ্দিকুর রহমান মিলেনিয়াম বনাম রোজী জামাল আফতাব ক্রিকেট একাডেমি এবং সুলতানা কামাল ব্রাদার্স বনাম শহীদ সেরনিয়াবাত চিটাগাং স্কোয়াড ক্রিকেট একাডেমি।