শেখ রাসেল চ্যালেঞ্জ কাপ ক্রিকেটের গ্রুপিং সম্পন্ন

12

শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ১৭ আগস্টএম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। ১৫ আগস্টের শহীদদের নামকরণে ১৬টি একাডেমি দলকে ৯ আগস্ট অনুষ্ঠিত প্রতিনিধি সভায় লটারির মাধ্যমে ৪টি গ্রæপ বিভক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন সিজেকেএস ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর। পুরো আয়োজনটি সমন্বয় করেন মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী। ১৩ আগস্ট শনিবার টুর্নামেন্ট-এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে প্রতিটি একাডেমির খেলোয়াড়দের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। টুর্নামেন্টে গ্রæপ এ’তে থাকছে উদীয়মান, এ জে, বেসিক ও চট্টগ্রাম ক্রিকেট একাডেমি। গ্রæপ বি’তে ব্রাদার্স, চট্টগ্রাম স্কোয়াড, মিলেনিয়াম ও আফতাব ক্রিকেট একাডেমি। গ্রæপ সি’তে জুনিয়র, এস এস, ইস্পাহানি ও ব্রাইট ক্রিকেট একাডেমি এবং গ্রæপ ডি’তে কোয়ালিটি স্কুল-অব ক্রিকেট, রাইজিং স্টার, বন্দর স্পোর্টস ও নিউ স্টার ক্রিকেট একাডেমি। প্রতি গ্রæপ সেরা চারটি দল খেলবে শেষ চারে। তাতে গ্রæপ এ চ্যাম্পিয়ন খেলবে গ্রæপ ডি চ্যাম্পিয়নের বিরুদ্ধে এবং গ্রæপ বি ও গ্রæপ সি’র সেরা দুটি দল মুখোমুখি হবে অপর সেমিতে। বিজ্ঞপ্তি