শেখ রাসেল অ্যাকাডেমি কাপ অনূর্ধ্ব-১৫ ফুটসাল টুর্নামেন্ট

21

শেখ রাসেল অ্যাকাডেমি কাপ অনূর্ধ্ব-১৫ ফুটসাল টুর্নামেন্টের ৪র্থ দিনে ৪টি খেলা নিষ্পত্তি হয়। ১ম খেলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ফুটবল অ্যাকাডেমি ৬-১ গোলের বিশাল ব্যবধানে মাদারবাড়ী ফুটবল অ্যাকাডেমিকে পরাজিত করে ৩ পয়েন্ট অর্জন করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত বিজয়ী দলের আহসানুল করিম পিয়ালের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম শেখ রাসেল ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক মো. মহসিন আলী বাদশা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ফুটবল অ্যাকাডেমির কার্যকরী কমিটির সদস্য প্রিয়রঞ্জন বড়–য়া রাংকু। চট্টগ্রাম উত্তর জেলা ফুটবল অ্যাকাডেমি ও লিও ফুটবল অ্যাকাডেমি আনোয়ারার মধ্যকার দিনের ২য় খেলাটি ৫-৫ গোলে ড্র করে। শেষে টাইব্রেকারে লিও গ্রæপ ৪-৩ গোলে জয়লাভ করে। এই খেলায় চট্টগ্রাম উত্তর জেলা ফুটবল অ্যাকাডেমির মো. মঈনুল একাই ৪টি গোল করে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পায়। পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম শেখ রাসেল ক্রীড়া চক্রের দপ্তর সম্পাদক মো. আকবর আলী।
দিনের ৩য় খেলায় রাউজান কদলপুর ফুটবল অ্যাকাডেমি ৩-০ গোলে এফসি ইউনাইটেড ফেনীকে পরাজিত করে ৩টি পয়েন্ট অর্জন করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত এফসি ইউনাইটেড ফেনীর মো. শরীফের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম শেখ রাসেল ক্রীড়া চক্রের অর্থ সম্পাদক স্বপন চন্দ্র ভৌমিক।
দিনের শেষ খেলায় মুখোমুখি হয় আনোয়ারা ফুটবল অ্যাকাডেমি বনাম বাঁশখালী থ্রি স্টার ফুটবল অ্যাকাডেমি। ৪র্থ খেলাটি নির্ধারিত সময়ে ০-০ গোলে ড্র হলে টাইব্রেকারে ৪-৩ গোলে বাঁশখালী থ্রি স্টার ফুটবল অ্যাকাডেমি জয়লাভ করে।
উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পায় আনোয়ারা ফুটবল অ্যাকাডেমির গোলকিপার মো. ইমন হোসেন। তাকে পুরস্কৃত করেন চট্টগ্রাম শেখ রাসেল ক্রীড়া চক্রের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ। বিজ্ঞপ্তি