শেখ রাসেলের জন্মবার্ষিকী উদ্যাপন

4

 

দুবাই বাংলাদেশ কনস্যুলেট : নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৮ অক্টোবর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কনসাল জেনারেল বিএম জামাল হোসাইনের সভাপতিত্বে ও দূতালয় প্রধান প্রবাস লামারং এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেপুটি কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম। লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক আবেদ খান, অধ্যাপক মিজানুর রহমান ও কানাডা থেকে কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।-ইউএই প্রতিনিধি
দক্ষিণ ছাদেকনগর প্রাইমারি স্কুল : শেখ রাসেল দিবস উপলক্ষে গত ১৮ অক্টোবর হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়নের দক্ষিণ ছাদেকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক প্রতিমা রানী পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও স্থানীয় আলী হোসেন চৌধুরী ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী ওসমান আলম সেলিম চৌধুরী।
পাহাড়তলী থানা আ.লীগ : পাহাড়তলী থানা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান পিএইচ আমীন একাডেমিতে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মো. অহীদুল আমীন, সঞ্চালনা করেন মোজাফ্ফর আহম্মেদ মাছুম। বক্তব্য দেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আসলাম হোসেন, আ.লীগ নেতা মো. এরশাদুল আমীন, চসিক ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমীন, কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, ডা. মাহিদুল আমীন, কামাল মাস্টার, আনোয়ার হোসেন, মো. আসলাম হাসান, মো. আবদুল মান্নান, মো. আবদুল হালীম, আবদুল আউয়াল বিপ্লব, নুরুন্নবী তালুকদার, মুজিবুর রহমান মান, খোকন দেবনাথ, জানে আলম, মো. ওয়াজেদ আলী চৌধুরী, আলমগীর আলম, খাজা হাবিবী, আরিফুর রহমান, মুজিবুর রহমান, সাইমুন রিয়াদ সামী প্রমুখ। বিজ্ঞপ্তি