শেখ রাসেলের জন্মদিন উদ্যাপন

5

ফরহাদাবাদ সেফ হোম


শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে হাটহাজারী ফরহাদাবাদ মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের সেফ হোমে ১৮ অক্টোবর দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ‘শেখ রাসেল আমাদেরই বন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, ‘শেখ রাসেল আমাদেরই প্রতিচ্ছবি’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হেফাজতীদের উন্নত-মানের খাবার পরিবেশন, কেক কাটা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপ-তত্ত¡াবধায়ক মোহাম্মদ আলমগীর। সহকারী তত্ত¡াবধায়ক মো. মমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিস সহকারী মো. কামরুল হাসান, সমাজকর্মী রাজিয়া সুলতানা, ফাহমিদা খাতুন প্রমুখ।
চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ


চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৮ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট হলে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি এ.এম মাহবুব উদ্দীন চৌধুরী, সহ সভাপতি মোসলেম উদ্দীন মনসুর, নিবেন্দু বিকাশ চৌধুরী, সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, জসিম উদ্দীন আহমদ চৌধুরী, প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, কাউন্সিলর আনজুমান আরা, ইসমাঈল হোসেন মনু, দাউদ আবদুল্লাহ হারুন লিটন, এড. দীপক কান্তি দত্ত, অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, ইকবাল হায়দার, এস.এম শহীদুল ইসলাম, আবু মোহাম্মদ আরিফ, মেরাজ তাসিন শফি, শফিউল আলম, আরিফুল ইসলাম প্রমুখ।
কাপাসগোলা চসিক মহিলা কলেজ

কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর উদ্যাপন করা হয়। কলেজ মিলনায়তনে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- কোরান খতম ও দোয়া মাহফিল, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, দেয়ালিকা উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। অধ্যক্ষ নুর বানু চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। বিশেষ অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ইউনুছ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আবুল কালাম, ইকবাল আলী নেওয়াজ, বীণা মল্লিক, শিক্ষক পরিষদের সম্পাদক হাসনাহেনা চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের শিক্ষক বাবলা চৌধুরী।
বোয়ালখালী পৌরসভা


বোয়ালখালী পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা ১৮ অক্টোবর সকালে পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রেবেকা সুলতানা মনি, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, হাজী মো. নাছের আলী, জাহাঙ্গীর আলম, মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, শাহনাজ পারভিন নিলু, সচিব মোশারফ হোসেন, সহকারি প্রকৌশলী মিনাল কান্তি ধর, উপ-সহকারি প্রকৌশলী কামরুজ্জামান, হিসাবরক্ষক মজিবুর রহমান, বোয়ালখালী পল্লি বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ এমরান গণি, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক মুন্না, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ডা. মেজবাহ উদ্দিন সবুজ, মাহমুদুল ইসলাম সাকিব সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পটিয়া আ.লীগ-যুবলীগ


পটিয়ায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৮ অক্টোবর দুপুরে কেক কাটার মধ্য দিয়ে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে অটোরিকশার বিশাল শোভাযাত্রা ছাড়াও ৫ শতাধিক শ্রমজীবী মানুষদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়। র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহŸায়ক ডি. এম জমির উদ্দিন। উপস্থিত ছিলেন শ্রমিকলীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা, জসিম উদ্দিন, মো. মামুন, উজ্জল ঘোষ, সাইফুল ইসলাম সাইফু, হাসান শরীফ, নজরুল ইসলাম, খোরশেদ আলম, দেলোয়ার, সাইফুদ্দিন ভোলা, সাইফুল ইসলাম শাহিন প্রমুখ।
ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশন


বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি কর্তৃক ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম ওসমান আফলাতুন সিআইপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মো. জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ড. আবুল ফজল, সদস্য কামাল হোসেন সুমন, রাস আল খাইমাহ কমিটির সভাপতি জসিম মল্লিক, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন প্রমুখ। শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।-ইউএই প্রতিনিধি
আমার চট্টগ্রাম

শহীদ শেখ রাসেলে জন্মদিনে ‘আমার চট্টগ্রাম’র উদ্যোগে সংগঠন কার্যালয়ে বাদে আসর শেখ রাসেল’র আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ঝাউতলা বাইতুল ফালাহ্ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর। মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও পংকজ রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা কেবিএম শাহজাহান। বক্তব্য দেন সুসান আনোয়ার চৌধুরী, দেলোয়ার হোসন ফরহাদ, মনোয়ার জাহান মনি, সাধন দাশ, শামমসেদ খোকন, এনামূল হক, এম.এইচ মানিক, জামাল উদ্দিন, আব্দুল বাতেন, সাইফুদ্দিন সাইফ, শাহাদাত হোসেন রনি প্রমুখ।
যুবলীগ নেতা মনোয়ার-উল আলম


শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কাট্টলী নূরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য, মহানগর যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেলের উদ্যোগে কাট্টলী নূরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বঙ্গবন্ধু-বাংলাদেশ ও মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ, পুরস্কার বিতরণ, উপহার সামগ্রী, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ভূইয়া, প্রধান শিক্ষিকা মঞ্জুরা বেগম, শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, হাবিবুর রহমান রিপন, সাইফুর রহমান রাজু, জিয়া উদ্দিন লুভন, ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, ডালিম, জালাল উদ্দীন পিন্টু, আজিজুর রহমান প্রমুখ।
মমতা


বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা’র উদ্যোগে গত ১৮ অক্টোবর নগরীর বন্দরটিলার আকমল আলী রোডস্থ মমতা স্কুল এন্ড কলেজে শেখ রাসেলের জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও শিশুতোষ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ নেতা রিয়াজুল করিম


শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম বিলাসের উদ্যোগে ১৮ অক্টোবর নগরীর দেওয়ানহাট সুলতান মিয়ার এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মো. হাসান, আসিফ খান, লায়ন মো. ইব্রাহিম, অ্যাড. এরশাদ হোসাইন, আলমগীর মাহাতাব, মো. নাসির, খায়রুজ্জামান বাবু, সাইফুল ইসলাম মারুফ, সাব্বির সিদ্দিক, বদিউল আলম রাজিব, আবু সালেহ বাপ্পি, মো. হাসান, জামশেদ আলম, শাহেদ শরীফ, মো. আরিফ, মো. আজাদ, সৈয়দ মঈনুল করিম বিপন, আবু বক্কর প্রমুখ।
কদম মোবারক প্রাথমিক বিদ্যালয়

কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গত ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদ্যাপিত হয়। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- শেখ রাসেল কর্নার, লাইব্রেরি ও দেওয়ালিকা উদ্বোধন, শ্রদ্ধাঞ্জলি প্রদান, কেক কাটা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ছাত্রনেতা তারেক হায়দার (বাবু), আজিম শরীফ-রওশান আরা ফাউন্ডেশনের পরিচালক অ্যাড. সাজ্জাদ শরীফ রাসেল। সহকারি শিক্ষক তনিশ্রা সেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মনোয়ারা আখতার। এসময় উপস্থিত ছিলেন জয়নাব বেগম, কোহিনূর আখতার, শামীমা আখতার প্রমুখ।