শেখ জামাল ছিলেন একজন সাহসী যোদ্ধা ও দেশপ্রেমিক

21

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ২য় পুত্র বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন কমিশনপ্রাপ্ত অফিসার শহীদ শেখ জামাল’র ৬৯তম জন্মদিন উপলক্ষে শহীদ শেখ জামাল স্মরণসভা কমিটির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শহীদ শেখ জামাল দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে প্রমাণ করেছেন তিনি একজন দেশপ্রেমিক সাহসী বাঙালি। তিনি আরো বলেন আমরা বাঙালিরা দেশকে ভালোবাসতে হবে। দেশপ্রেমিক হয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তথ্য ও সংবাদগুলো প্রচার করতে হবে। যারা দেশের উন্নয়ন চায়না এরাই শেখ হাসিনার সফল নেতৃত্ব ও উন্নয়নের ধারাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সকল ষড়যন্ত্র সহ্য করে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশ অবশ্যই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিনিত হবে। তিনি বলেন, শেখ জামাল মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি একজন সফল ক্রিকেট ক্রীড়াবিদ ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনকে গতিশীল করার যে প্রচেষ্টা এর ধারাবাহিকতা এখনো বিদ্যমান, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ক্রিকেট বিশ্বব্যাপী প্রশংসা ও সমাদৃত হয়েছে। গত ২৮ এপ্রিল চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি সভাপতি পংকজ বৈদ্য সুজন। শহীদ শেখ জামাল স্মরণসভা কমিটির সদস্য সচিব ইয়াসির আরাফাতের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফর আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, মহানগর শ্রমিক লীগ নেতা কামাল উদ্দীন চৌধুরী, মহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, মহানগর জাতীয় পার্টি নেতা রাশেদুল হক খোকন, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রণবরাজ বড়–য়া প্রমুখ।