শেখ জামালের কাছে মোহামেডানের হার

13

টানা দুই হারের পর জয়ের মুখ দেখলো শেখ জামাল। গতকাল গতবারের রানার্স-আপ ২-১ গোলে হারিয়েছে মোহামেডানকে। দিনের অন্য খেলায় চট্টগ্রাম আবাহনী-সাইফ স্পোর্টিংয়ের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রতে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতে শেখ জামাল এগিয়ে যায়। প্রথম মিনিটে শাখাওয়াত রনির পাস থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং।
৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাম্বিয়ার আরেক ফরোয়ার্ড ইবো কান্তে।
৫২ মিনিটে সাদা-কালোরা এক গোল শোধও দেয়। ডিফেন্ডার আতিকুর রহমান মিশুর ফ্রি কিকে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি হেড করলে শেখ জামাল গোলরক্ষক বল ফিরিয়ে দেন, তবে ফিরতি বলে মালির ফরোয়ার্ড সোলেমানে দিয়াবাতে করেন লক্ষ্যভেদ। ম্যাচের বাকি সময়ে আর কোনও গোল হয়নি। শেখ জামাল ২০ ম্যাচে ষষ্ঠ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। এক ম্যাচ কম খেলে মোহামেডান দশম হারে আগের ১৭ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের নবম স্থানে।
দিনের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী-সাইফ স্পোর্টিং। চতুর্থ মিনিটে ফরোয়ার্ড সোহেল মিয়া চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন। ২৬ মিনিটে ইমরান হোসেন রিমনের কর্নার থেকে কলম্বিয়ান ফরোয়ার্ড দেইনার আন্দ্রেস কর্দোবার হেডে ম্যাচে সমতা ফেরে। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে না পারলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।
১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সাইফ। এক ম্যাচ বেশি খেলে চট্টগ্রাম আবাহনী ২৩ পয়েন্ট নিয়ে রয়েছে সপ্তম স্থানে।