শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন

7

 

ফিরিঙ্গী বাজার ওয়ার্ড :
ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। এতে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা হাজী নাসির আহমেদ, মোসলেহ উদ্দিন দিদার, সংগঠক এ বি রনি, মহানগর যুবলীগের সদস্য খোরশেদ আলম রহমান, তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, ফজলে হাসান চৌধুরী, ইসতেহার উদ্দিন পারভেজ, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা এনামুল হক, তারাপদ দাশ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন, মো. রাশেদ, সামিউল হোসেন রুমন, শফিউল আলম জনি, মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, জুয়েল রহমান, মোঃ আজম, যুবলীগ নেতা আমিনুল ইসমাল শাহেদ, স¤্রাট, রিজভী, মহানগর ছাত্রলীগ নেতা অনিন্দ্য দেব, সিফাত, ফাহিম প্রমুখ।
পোর্ট সিটি সিনিয়র ক্লাব :
গত ৫ আগস্ট পোর্ট সিটি সিনিয়র ক্লাবের উদ্যোগে ক্লাবের নিজস্ব হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মহান স্বধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা দেশ বরণ্য ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠীত হয়। দোয়া মাহফিল শেষে পোর্ট সিটি সিনিয়র ক্লাবের সভাপতি রুহুল আমিন তপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম নাগের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর কমিটির বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন উপদেষ্টা সাইদুর রহমান চৌধুরী, কেশব ঘোষ, মহিউদ্দিন শাহজাহান, সুজিত সেন, সুব্রত পাল, প্রণব পাল, উত্তম রায়, পুলক চৌধুরী, তমাল দাশ সহ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি মসিউর রহমান চৌধুরী বলেন ১৯৪৯ সালের ৫ আগষ্ট টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শহীদ ক্যাপটেন শেখ কামাল ছিলেন উচ্চ শিক্ষিত স্মার্ট বিনয়ী ও আদব কায়দা সম্পন্ন তরুণ। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্ব গাঁথা অবস্মরনীয় হয়ে থাকবে। তিনি বলেন, শহীদ শেখ কামাল ৬৬’র ছয় দফা আন্দোলন ১১ দফা আন্দোলন সহ মহান স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ক্রীড়া পাগল শহীদ শেখ কামাল ছিলেন দেশ বরণ্য ক্রীড়া সংগঠক। ১৯৭২ সালে তিনি আবাহানী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন। সাংস্কৃতিক অঙনেও তিনি সমান জনপ্রিয় ছিলেন। ভরাট কন্ঠের গায়ক, অভিনতা এবং সেতার বাদক ছিলেন তিনি। পুরো পাকিস্তান আন্তঃ কলেজ সেতার ও গান প্রতিযোগিতায় শহীদ শেখ কামাল রানার্সআপ হয়েছিলেন।
দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ড :
জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে নগরীর ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডে ৩ শতাধিক অসহায়-দুস্থ পরিবারের চাল বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। তিনি বলেন, শহীদ শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা রনজিত কুমার শীল প্রমুখ।