শেকড় খোঁজার দিন

48

কালের নদে একটি বছর হারিয়ে গেলে শেষে
পুরনো সব দুঃখ ব্যথা ধুয়ে মুছে দিয়ে
কালবোশেখী হাওয়ায় চড়ে নতুন বার্তা নিয়ে
বোশেখ তুমি আসো ফিরে আবার নতুন বেশে।

জেগে ওঠে বাংলা তখন তোমার আগমনে
বাঙালিরা মেতে ওঠে উৎসবে উল্লাসে
সবাই তখন নাচে গানে খুশির রঙে ভাসে
আলোর ছোঁয়া ছড়িয়ে পড়ে সবার প্রাণে মনে।

পান্তাভাতে ভর্তা ঘন্ট দারুন মজা লাগে
মুড়কি মোয়া গুড় নাড়–তে জিবে আসে জল
গানের মেলায় ভরে ওঠে বট শিরিষের তল
প্রাণে প্রাণে অপূর্ব এক আনন্দ ঢেউ জাগে।

বোশেখ তোমার কাছে আছে জাতির অনেক ঋণ
সব ভেদাভদ ভুলে আমরা হই যে আত্মহারা
বাংলা জুড়ে বইতে থাকে নতুন আলোর ধারা
বোশেখ তুমি বাঙালিদের শেকড় খোঁজার দিন।