শুলকবহর ওয়ার্ডে দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা ক্যাম্প

50

গত ৪ জুন ৮নং শুলকবহর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কলোনীর দরিদ্র জনগোষ্ঠীর জন্য সিভিল সার্জন কার্যালয় এবং ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড (ওয়াইস্যাব) এর উদ্যোগে ফ্রী স্বাস্থ্যসেবা কর্মসূূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। উপস্থিত ছিলেন ওয়াইস্যাব এর সভাপতি ডা.হামিদ হোছাইন আজাদ, ৪২নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এম.মান্নান খান, শাহীন আলম, সৈয়দ আসাদ সর্দার, নজরুল ইসলাম, আলী হায়দার, সালাউদ্দিন লেদু, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদুল্লাহ প্রিন্স, সমাজসেবক তৈয়বুল ইসলাম তুহিন, হাসান উদ্দিন, জাকের ইসলাম, মান্নান মিয়া, সুুুুজা উদ্দীন, মো. রাতুল আহমেদ, সাখাওয়াত মোস্তাফা সাকি, আশরাফুল আলম, সুমাইয়া চৌধুরী প্রেমা, ইফফাত খানম রাইসা, সুকন্যা ঘোষ, আবরার সাকিব প্রমুখ। সকাল ১০টা হতে দিনব্যাপী এই হেলথ্ ক্যাম্পে শতাধিক দুস্থ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি