শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

9

দুই দফা পিছিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০১৯-২০২০ মৌসুমের খেলা। প্রাথমিকভাবে বলা হয়েছিল টুর্নামেন্ট গড়াবে ৫ অক্টোবর থেকে। এরপর জানা গেল দুই দিন পিছিয়ে তা ৭ অক্টোবর করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, ১০ অক্টোবর খেকে শুরু হচ্ছে লংগার ভার্সনের এই ক্রিকেট।
লিগ নিয়ে টুর্নামেন্ট কমিটির সভা শেষে সংবাদ মাধ্যমকে এতথ্য দিলেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বিগত মৌসুমের মতো এ মৌসুমেও দুইস্তরে খেলা হবে। আর টুর্নামেন্ট গড়াবে দেশের চার ভেন্যুতে; মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম।
এদিকে এবারের আসরে প্লেয়ারদের ম্যাচ ফি আগের আসরের চাইতে কিছুটা বড়ানো হয়েছে বলে জানালেন বিসিবি সিইও।