শুরুর আগেই শেষ ম্যাকমিলানের বাংলাদেশ অধ্যায়

22

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনও অনিশ্চিত। তার আগেই নিশ্চিত হয়ে গেল ক্রেইগ ম্যাকমিলানকে না পাওয়া। এই সফরের জন্য বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া নিউ জিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান দায়িত্ব পালন করবেন না বলে জানিয়েছেন। বিসিবি শনিবার দুপুরে বিবৃতি দিয়ে জানিয়েছে, পারিবারিক কারণে এই দায়িত্ব নিতে পারছেন না ম্যাকমিলান। গত ২৫ আগস্ট শ্রীলঙ্কা সফরের জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে ম্যাকমিলানের নাম জানিয়েছিল বিসিবি। এখন তার পারিবারিক বাস্তবতা অনুধাবন করতে পারছে বিসিবি, বললেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি। “ক্রেইগ আমাদেরকে জানিয়েছে যে তার বাবা স¤প্রতি মারা গেছেন এবং এই দুঃখের সময়ে সামনের সফরে জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হবে না। আমরা তার অবস্থা পুরোপুরি বুঝতে পারছি। এই কঠিন সময়ে ক্রেইগ ও তার পরিবারের জন্য আমাদের সহানুভূতি থাকছে।” পারিবারিক কারণে নিল ম্যাকেঞ্জি দায়িত্ব ছাড়ার পর আপাতত কোনো ব্যাটিং কোচ নেই বাংলাদেশ দলের। এর আগে গত আগস্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে টাইগারদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। পরে তার পরিবর্তে শ্রীলঙ্কা সফরের জন্য ক্রেইগ ম্যাকমিলানকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। কিন্তু দায়িত্ব বুঝে নেওয়ার আগেই তিনিও সরে দাঁড়ালেন।