‘শুধু আসামে কেন, পার্লামেন্টেও নাগরিকত্ব যাচাই করা হোক’

31

চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে রাজ্যের ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ বাদ পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ক্ষমতাসীন বিজেপি-র প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, শুধু আসামে কেন, এবার ভারতের পার্লামেন্টেও নাগরিকত্ব যাচাই করা হোক। শনিবার কংগ্রেসের সিনিয়র নেতাদের এক বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।অধীর চৌধুরী বলেন, দেশটা ওদেরই। ওরা যেখানে ইচ্ছা সেখানে এনআরসি পরিচালনা করবে। আসামের পর তারা এখন অন্য রাজ্যেও নজর দিতে পারে। তবে তাদের ভারতের পার্লামেন্টেও এনআরসি করা উচিৎ! আমার বাবা তো বাংলাদেশে থাকতেন, তাহলে আমিও বহিরাগত!
অধীর বলেন, কোনও প্রকৃত নাগরিককে কোনও অবস্থাতেই বহিষ্কার করা উচিত নয়। সব প্রকৃত নাগরিককে অবশ্যই সুরক্ষা দিতে হবে। এদিকে কথিত অবৈধ অভিবাসী শনাক্ত করতে এবার খোদ রাজধানী দিল্লিতেই নাগরিক তালিকা প্রণয়নের দাবি তুলেছেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। শনিবার আসামের নাগরিক তালিকা প্রকাশের পর দিল্লি বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি বলেন, এখানে যারা বসবাস করেন তারা সবচেয়ে বেশি বিপদজনক সময় আসলেই আমরা এনআরসি প্রণয়ন করবো। ভারতের স¤প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘আগামী বছর দিল্লির নির্বাচন সামনের রেখে বিজেপি নেতার এই ঘোষণার তাৎপর্য রয়েছে’।