শীর্ষে বাকলিয়া একাদশ

35

জাহিদ এন্ড ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনের সিজেকেএস-জাহিদ এন্ড ব্রাদার্স প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ ২০১৮-১৯ এর চতুর্থ রাউন্ডের খেলা শেষে গতবারের রানার-আপ বাকলিয়া একাদশ পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। গতবারের চ্যাম্পিয়ন কোয়ালিটি স্পোর্টস ক্লাব ও লিটল ব্রাদার্স ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং ফ্রেন্ডস ক্লাব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমিতি ৪ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে। গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় বাকলিয়া একাদশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে আগ্রাবদ কমরেড ক্লাবকে পরাজিত করে। বাকলিয়ার পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও ফজলে নূর বাপ্পী যথাক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমিতির মো. রুহুল আমিন, মো. জাহাঙ্গীর আলম ও মো. মাসুম হোসেনকে পরাজিত করেন। আগ্রাবাদ কমরেডের আসিফ মাহমুদ বাকলিয়া একাদশের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে ড্র করেন। কোয়ালিটি স্পোর্টস ক্লাব এ রাউন্ডে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমিতিকে ৩-১ গেম পয়েন্টে পরাজিত করে। কোয়ালিটি স্পোর্টসের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও আহমেদ হোসেন মজুমদার যথাক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শেখ মো. খায়রুল ইসলাম ও নাসির হাসানকে পরাজিত করেন। কোয়ালিটি স্পোর্টসের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব ও শামসুল হক যথাক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন ও মোঃ এনামুল হকের সাথে ড্র করেন। পিডিবি রিক্রিয়েশন ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। ফ্রেন্ডস ক্লাব লিটল ব্রাদার্সের মধ্যকার খেলাটি ২-২ গেম পয়েন্টে ড্র হয়। এর আগে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় বাকলিয়া একাদশ ২.৫-১.৫ গেম পয়েন্টে কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে, ফ্রেন্ডস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে আগ্রাবাদ কমরেড ক্লাবকে, লিটল ব্রাদার্স ৩-১ গেম পয়েন্টে বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমিতি ২.৫-১.৫ গেম পয়েন্টে পিডিবি রিক্রেয়েশন ক্লাবকে পরাজিত করে। একই সঙ্গে অনুষ্ঠানরত সিজেকেএস-জাহিদ এন্ড ব্রাদার্স প্রথম বিভাগ দাবা লিগ ২০১৮-১৯ এর চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্টে তালিকায় শীর্ষে রয়েছে। ৬ পয়েন্ট করে নিয়ে শতদল ক্লাব, গোশাইলডাঙ্গা যুবক গোষ্টি ও পাঁচলাইশ যুব সংঘ মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় রেলওয়ে রেঞ্জার্স ২.৫-১.৫ গেম পয়েন্টে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে, শতদল ক্লাব ৪-০ গেম পয়েন্টে কর্ণফূলী ক্লাবকে, গোশাইলডাঙ্গা যুবক গোষ্ঠি ৪-০ গেম পয়েন্টে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থাকে ও পাঁচলাইশ যুব সংঘ ৩.৫-০.৫ গেম পয়েন্টে ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাবকে পরাজিত করে। এর আগে গতকাল বিকালে অনুষ্ঠিত প্রথম বিভাগের ততীয় রাউন্ডের খেলায় রেলওয়ে রেঞ্জার্স ৩-১ গেম পয়েন্টে পাঁচলাইশ যুব সংঘকে, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৩-১ গেম পয়েন্টে গোশাইলডাঙ্গা যুবক গোষ্ঠিকে, ফিরিঙ্গী বাজার লাকি স্টার ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে উল্লাস ক্লাবকে, কর্ণফুলী ক্লাব ৪-০ গেম পয়েন্টে এম এইচ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা ২-২ গেম পয়েন্টে স্টার ক্লাবের সাথে ড্র করে। আজ (বুধবার) সকাল ১০-০০ টা হতে একই স্থানে উভয় বিভাগের পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে। বিজ্ঞপ্তি