শীতের ছড়া

189

 

কুয়াশায় ঢেকে যায়
মাঠ-ঘাট সব
থুত্থুরি বুড়িটার
শুনি কলরব।

কুঁজো হয়ে হেঁটে হেঁটে
শীতটা বিলায়
মনে হয় ধরে তাকে
খুব যে কিলাই।

শীতে কাঁপে ঠক ঠক
গরীব চাষা
বুঝে নাতো কেউ তার
দুঃখের ভাষা।