শীতের ছড়া

48

শীতের বুঝি শীত লাগে না
তাই লাগে না কম্বলও
বাঁচব শীতে নেই আমাদের
ছেঁড়া কাঁথা-কম্বলও,
ঠক- ঠকা- ঠক এমন কাঁপি
কেম্নে ফেলি দম বলো?

দূর আকাশের সূরুয মামা
তারও গায়ে নেইতো জামা
তাই কি অভিমান করে সে
দিনের বেলাও উঠছে না?
গরম কাপড় নেই আমাদের
রোদটুকুও জুটছে না।

সূরুয মামা-মান করো না
দাও ছড়িয়ে রোদটুকু
আমরাও আছি কষ্টে ভীষণ
নেই তোমার এ বোধটুকু?
তোমার রোদের-ঝলকানি,
কমাক- শীতের বলখানি।