শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

16

রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিস ও উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির উদ্যোগে দেড় শতাধিক দরিদ্র সমবায়ীদের মাঝে সরকারি কম্বল বিতরণ করা হয়েছে। গত ৫ জানুয়ারি) বিকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হলরুমে এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। এছাড়া সমবায় সমিতির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দরিদ্র সমবায়ী নারী-পুরুষদের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।

রাউজান :
রাউজানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ। সম্প্রতি রাউজান উপজেলা পরিষধ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব কম্বল বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। অন্যদিকে রাউজান ১১নং পশ্চিম গুজারা ইউনিয়ন পরিষদে মানবসেবী সংগঠন নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আবু মনছুরের উদ্যেগে অসহায় শীতার্তদের মাঝে সম্প্রতি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১নং পশ্চিম গুজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ। এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, আলিফ হাসপাতালের পরিচালক জয়নাল আবেদীন, ইমাম হাসান, রহমান, ইউপি সদস্য রিটন দে, জগদীশ বড়ুয়া, পশ্চিম গুজারা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, মো.ইসমাইল, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম রিটন, মো.রফিক, টনি বড়ুয়া, যুবলীগ নেতা আকবর আলী জয়, মো. জাকের আলম, নরুল আলম কোকন, শাওন বড়ুয়া মুন্না, রানা দে, মো. দেলোয়ার, ফয়সাল মাহমুদ তৃষাদ, মো. সালাউদ্দিন, মো. এসকানদর, রিমন,এমদাদ, তারেক, রায়হান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শাহাবুদ্দিন আরিফ বলেন, নবযাত্রা ফাউন্ডেশন একটি সমাজসেবী সংগঠন। এ সংগঠন সর্বদা অসহায় মানুষের সেবা করে আসছে। তিনি, ফাউন্ডেশনের মহা সচিব মুহাম্মদ আবু মনছুরের উদ্যেগের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান ও ফাউন্ডেশনের অগ্রগতির জন্য শুভ কামনা করেন।