শীতার্তদের পাশে সমাজকর্মীরা

13

ইসমাইল-নুরজাহান ফাউন্ডেশন
ইসমাইল-নুরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াতদের স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল ১৪ জানুয়ারী সকালে নগরীর আবদুল আজিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইকবাল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চসিকের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, এম এ সোবহান, মাহবুব উর রহমান, আবদুর রাজ্জাক, দিদারুল আলম, ফাউন্ডেশনের পরিচালক মো. মাসুদ, মো. শফি, সেকান্দর হোসেন, মো. আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, জসিম উদ্দীন আরমান, অজয় চৌধুরী, শামসুল আলম শামস, আনিস আহমদ, মো. হেলাল উদ্দীন আলী, ফাউন্ডেশনের সদস্য সচিব আরিফ উর রহমান, ফাউন্ডেশনের সদস্য মো. ইমরান ইনু, মো. ইকরাম হাসান, মো. তানভির হাসান, মুহাম্মদ ইফতেখার শফি, আফতাব উদ্দীন আকিব, মো. এজাজ প্রমুখ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটাস্থ বান্ডেল রোডের হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ১৫ জানুয়ারি রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এমএ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন, সিটি করপোরেশনের ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত।

সিএমপি ও কমিউনিটি পুলিশিং
গত ১৪ জানুয়ারি বাবে রহমত মহিলা এতিমখানা তুলাতুলি খুলশী ও ইসলামিয়া তাহ্ফিজুল কুরআন মাদরাসা এতিমখানা বাটালী হিলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের” উদ্যোগে সিপিডিএল এর আর্থিক সহায়তায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা। কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য জাফর ইকবাল সহ সিএমপির কর্মকর্তাবৃন্দ।

কাউন্সিলর মোরশেদ আলম
গত ১৪ জানুয়ারি ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম’র উদ্যোগে ওয়ার্ডের সূচয়ন বিদ্যাপীঠ বিদ্যালয় সংলগ্ন একটি মাঠে সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, সমাজসেবক জসিমুল আনোয়ার খান, আওয়ামীলীগ নেতা শাহজাহান সুফী, এস.এম হাশেম, নাজমুল আহসান, শুলকবহর-বাদুরতলা ইউনিট আওয়ামীলীগের সভাপতি আকতার ফারুক, মুরাদপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দীন খোকন, শুলকবহর বাদুরতলা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টু, পূর্ব নাসিরাবাদ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তি, আওয়ামীলীগ নেতা অধ্যাপক এস এম ওয়াজেদ নেতৃবৃন্দরা।

হালিশহর যুবলীগ
হালিশহরে মহানগর আওয়ামী যুবলীগ এর সাবেক সদস্য আসিফ মাহমুদের উদ্যোগে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নাদিম পাটোয়ারী, রেফায়েত হোসেন রিপন, এডভোকেট মীর তোফাজ্জল হোসেন তপু, জিয়া উদ্দিন রানা, মাসুদ পারভেজ, মো. মামুন, দিপন কান্তি নাথ, আলী নিজাম, সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, জাহেদ রাজ, তাজবির আহম্মদ, মোহাম্মদ বিজয়, ওহিদুল আলম রকি প্রমুখ।

কুলগাঁও প্রত্যাশা ক্লাব
বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও ক্লাবের উদ্যোগে এলাকার দুস্থ মানুষের মাঝে কম্বল ও নতুন বছরে উর্ত্তীণ ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ করেন। কুলগাঁও প্রত্যাশা ক্লাবের সভাপতি মোহাম্মদ রাশেদ ও সঞ্চলনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেন তানিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ মোহাম্মদ ইয়াকুব, উপদেষ্টা মাষ্টার মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ ইদ্রিস, মো. আসাদ চৌধুরী, মোঃ জামাল উদ্দীন, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন। সংবর্ধিত অতিথিরা হলেন মোহাম্মদ ইব্রাহীম, হাজী মোহাম্মদ পারভেজ, রিমন, ওয়াহিদ, গিয়াস উদ্দিন পারভেজ, আব্দুল হক পরিবার, হেলাল উদ্দীন, মোহাম্মদ আবু নাসের, ফজলে রাব্বী রুবেল, জামশেদ উদ্দীন।

প্রতিধ্বনি ক্লাব
প্রতিধ্বনি ক্লাবের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি, ক্লাবের উপেদষ্টা অনিন্দ্য দেব। আরও উপস্থিত ছিলেন সমন্যু চক্রবর্তী আকাশ, ছোটন দাশ, ডা. সৌরভ দাশ, জয় চৌহান, সানি তালুকদার।

মহানগর আহলে সুন্নাত যুব পরিষদ
১৪ জানুয়ারি অক্সিজেনস্থ শাহ হাবিব উল্লাহ স্কুল ময়দানে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে আহলে সুন্নাত যুব পরিষদ চট্টগ্রাম মহানগর এবং সুন্দর আগামী ফাউন্ডেশনের যৌথ তত্ত¡াবধানে অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণকালে বক্তারা এসব কথা বলেন।
আহলে সুন্নাত যুব পরিষদ চট্টগ্রাম মহানগর এর আহবায়ক আবু সাদাত মোহাম্মদ সায়েম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মুহাম্মদ রোকনুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মনির আজাদ। অতিথি ছিলেন মাওলানা কাযী মুহাম্মদ ওমর ফারুক আল-কাদেরী, মোহাম্মদ মোজাহেরুল হক কায়সার, এস এম আবদুস শুক্কুর, মোহাম্মদ রাশেদুল ইসলাম, আবু তৈয়ব সোহেল প্রমুখ।

কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড
কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে গতকাল ১৪ জানুয়ারি বিকেল ৪টায় নগরীর বৈঠকখানা কমিউনিটি হলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহŸায়ক সৈয়দ আহমদ, এড. আবদুল গফুর তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবছার উদ্দিন চৌধুরী ঝান্টু, সংগঠনের সাধারণ সম্পাদক বিদর্শন বড়–য়া, এম. নুরুল হুদা চৌধুরী, আমেরিকার সাবেক পুলিশ কর্মকর্তা রনধীর বড়–য়া, সাইফুল ইসলাম (সাইফু) প্রমুখ।

সূর্য সাথী ক্লাব
নগরীতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহযোগিতায় গরীব ও অসহায় মানুষদের মাঝে সলাই মেশিন ও কম্বল বিতরণ করেছে সূর্য সাথী ক্লাব। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা ও সিজল ফুডের চেয়ারম্যান লায়ন আলহাজ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন লায়ন আলহাজ ইসমাইল চৌধুরী, এসকে পালিত, চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি লায়ন মো. আবু নাসের রনি, জয়েন্ট সেক্রেটারি লায়ন আশিকুল আলম, ট্রেজারার এসএম ইয়াসির আরমান প্রমুখ।