শীতার্তদের পাশে সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার আহবান

10

 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কর্তৃক ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে রবিবার বিকাল ৫টায় কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোহাম্মদ হাশেম। এটিএম পেয়ারুল ইসলাম বলেন, দুস্থ ও অসহায় লোকজন শীতবস্ত্রের অভাবে অনেকে কষ্ট পায়। বিশেষ করে অসুস্থ ও বয়োবৃদ্ধদের দূর্ভোগ বেশি থাকে। অসহায় শীতার্ত জনসাধারনের কষ্ট লাগবের জন্য চট্টগ্রাম জেলা পরিষদের কম্বল বিতরণের উদ্যোগ। তবে সকল দরিদ্র জনগোষ্ঠীর শীতের কষ্ট দূর করার জন্য সকল সক্ষম ব্যক্তি ও আইনজীবীদের এগিয়ে আসার অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন, মোহাম্মদ শফিক উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিম উদ্দিন, এরশাদুর রহমান রিটু, এম সালাহ উদ্দিন মাহমুদ, জাহিদুল ইসলাম চৌধুরী, লায়লা নূর, মো. মেজবাহ উদ্দিন, তৌহিদুল বারী চৌধুরী, এ এন এম রোকনুজ্জামান, মো. খোরশেদ আলম, মোস্তফা করিম, তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল-মামুন, বিলকিজ আরা মিতু, আইনুল কামাল, শ্যামল চৌধুরী, সেলিনা আকতার, মাসুদুল ইসলাম বাবলু প্রমুখ। বিজ্ঞপ্তি