শীতলপুর লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে তিরোধান উৎসব

32

সীতাকুন্ড উপজেলার শীতলপুর শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম ও গীতা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩২তম তিরোধান উৎসব এবং নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্প্রতি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছ। ধর্মীয় আলোচনা সভায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম ও গীতা শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ গোবিন্দ ব্রহ্মচারী। আশীর্বাদক ছিলেন শংকর মঠ ও মিশনের পরিব্রাজক সন্তোষানন্দ পুরী মহারাজ। সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি মিলন শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সুদর্শন চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ। সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদ্যাপন কমিটির সভাপতি আহবায়ক রবিন সাহা ও সাধারণ সম্পাদক রঞ্জন কর। নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান সুদর্শন চক্রবর্তী। ধর্মসভায় বক্তারা বলেন, মুক্তির দিশারী ত্রিকালদর্শী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আজীবন মানবতার জয়গান গেয়েছেন। তাঁর আচরণ ধরলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিরোধান শতাধিক বর্ষ পরেও তিনি ভক্তদের হৃদয়ে অম্লান হয়ে আছেন। অসাম্প্রদায়িক চেতনায় সমুজ্জ্বল লোকনাথ ব্রহ্মচারী জাতি, বর্ণ-নির্বিশেষে সকলকে মহামিলনের আহবান জানিয়েছেন।