শীতবস্ত্র বিতরণ

3

সিএমপি ও কমিউনিটি পুলিশিং
চট্টগ্রাম নগরীর বাটালী হিলস্থ ইসলামিয়া তাহ্ফিজুল কুরআন মাদরাসা ও এতিমখানায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গত ১৭ জানুয়ারি সিপিডিএল-এর আর্থিক সহায়তায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব বিশিষ্ট শিল্পপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা, খুলশী ফারি ইনচার্জ মো. নুরুল আবসার, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য জাফর ইকবাল সহ সিএমপির কর্মকর্তাবৃন্দ।

বঙ্গবন্ধু প্রজন্মলীগ
বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের আয়োজনে ১৮ জানুয়ারি নগরের হালিশহর বাস স্টেশন সংলগ্ন কাট্টলী আর্থ সামাজিক শ্রমজীবী সমবায় সমিতির কার্যালয়ের সংগঠনের আহŸায়ক মো. হাসান মুরাদের সভাপতিত্বে ও সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুব লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ সৈয়দ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন কাট্টলী আর্থ সামাজিক শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক মৌসুমী চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর এর সভাপতি স্বপন বিশ্বাস। এতে আরও উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন, আবুল হাশেম, ইয়াসমিন আকতার, মো. আরকান, মো. মাসুদ রানা প্রমুখ।

পুলিশ নারী কল্যাণ সমিতি
নগরীর খুলশীতে ৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। গত শুক্রবার সকাল ৯টায় নগরীর শাহজাহান মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পুনাকের সভানেত্রী রীতা দাস। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী রুবি ইয়াসমিন, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক ইসমত আরা শিমু, কোষাধ্যক্ষ মুনমুন, সাংস্কৃতিক সম্পাদক নাদিরা আফরোজ, সহ-কোষাধ্যক্ষ রুমানা শারমিন আক্তার, উৎপাদন ও বিপণন সম্পাদক ইসরাত জাহান সিদ্দিকা। আরও উপস্থিত ছিলেন পুনাকের সদস্য লুতফুনন্নেসা, খায়রুন নেসা বাবলি, সাঈকা সাহাদাত, নার্গিস হাবিব ও হোসনা ইসলাম।