শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

547

সিএমপি উত্তর :
গত ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন শায়লা স্কয়ারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা মহোদয়। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন মোসফ্ফাহ :
ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, বর্তমানে তীব্র শীতের প্রকোপ চলমান রয়েছে তাতে অনেক বয়স্ক নারী-পুরুষ ও শিশু ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। তিনি গত ৯ জানুয়ারি রাত ১১টায় ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক লায়ন মুহাম্মদ ইমরান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ শাহাদাৎ হোসেন রুবেল, মাওলানা মুহাম্মদ নিজাম, হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম, আজম উদ্দীন। পরিশেষে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন মোসফ্ফাহ শাখার সহযোগীতায় শীতার্ত ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি :
গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা: শেখ শফিউল আজমের নিকট জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে শীতবস্ত্র হস্তান্তর করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস প্রেসিডেন্ট জনাব এ.এম. মাহবুব চৌধুরী এবং বিএসআরএম গ্রূপ, সিএসআর এর অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মিসেস রুহি এম. আহমেদ।
তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা :
মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান ও মানুষ মানুষের জন্য শীর্ষক আলোচনা সভা আজ বিকেলে মাদার বাড়ি ট্রাংক রোড হাবিব টাওয়ারে অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন সদরঘাট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস এম ফজলুর রহমান ফারুকী। প্রধান আলোচক ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মতিউর রহমান সৌরভ। স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর। শীত বস্ত্র উদ্যাপন কমিটির চেয়ারম্যান সহ সভাপতি মো. আবুল কাসেম ও সদস্য সচিব লায়ন শামসুজ্জামান সুমন এর সার্বিক তত্বাবধানে এতে উপস্থিত ছিলেন সহ সভাপতি আমিনা বাতেন মৌসুমী, সিনিয়র যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরে আলমগীর চৌধুরী ও হাজী মো. চান্দু মিয়া, সহ সাধারণ সম্পাদক নাহিদ মুরাদ মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল ওহাব, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু শাহাদাত চৌধুরী শিপন, যুগ্ম অর্থ সম্পাদক এস এম সাহাব উদ্দিন, সম্পাদক মন্ডলীর সামসুদ্দিন রুবেল, মো. ইব্রাহীম, মো. একরাম উল্ল্যাহ, মো. নুর জামাল চৌধুরী, ফরহাদ উদ্দীন চৌধুরী উল্লাস, আমির হোসেন সুমন, রফিউল কবির লিটু, মো. জাবেদ হোসাইন, খায়রুল এনাম পাটোয়ারী, মোকলেছুর রহমান প্রমুখ। বক্তারা বলেন গরীব-দুখী অসহায় মানুষকে ভালোবাসার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা যায়।
ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর :
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন- চট্টগ্রামের গ্রামাঞ্চলসহ দেশের উত্তরাঞ্চলে বর্তমানে তীব্র শীতের প্রকোপ চলমান রয়েছে তাতে অনেক বয়স্ক নারী-পুরুষ ও শিশু ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের সমাজের বিত্তশালীরা যদি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে সমাজের গরীব-অসহায়, নিঃস শীতার্তদের পাশে উদার মন নিয়ে এগিয়ে আসে, তাহলে বর্তমানে সমাজে শীতে কষ্ট পাওয়া অবহেলিতদের কষ্ট অনকাংশে লাগব হবে। গত ৭ জানুয়ারী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক লায়ন মুহাম্মদ ইমরান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ শাহাদাৎ হোসেন রুবেল, মাওলানা মুহাম্মদ নিজাম, হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম, আজম উদ্দীন। বিজ্ঞপ্তি