শীতকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টায় পুতিন : নেটো প্রধান

5

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেইন যুদ্ধে শীতকে একটি অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন বলে মনে করেন নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ। মঙ্গলবার রোমানিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘‘রাশিয়ার সামরিক বাহিনী গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেইনের পাওয়ার গ্রিডকে লক্ষ্যবস্তুতে পরিণত করে আকাশ হামলা চালিয়ে যাচ্ছে। এতে দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন নতুবা তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেইনের বিদ্যুৎ অবকাঠামো-গুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। বিশেষ করে গতমাসে খেরসন থেকে রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হওয়ার পর থেকে ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা অনেক বেড়ে গেছে। বিবিসি জানায়, বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেইনের লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছ্নি হয়ে পড়েছেন। শীত মৌসুমে ইউক্রেইনের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে এবং বিদ্যুৎ না থাকা অঞ্চলগুলোর বাসিন্দাদের চরম মানবেতর অবস্থায় পড়তে হচ্ছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় চালু করতে ইউক্রেইনে কে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য দেশগুলো সেখানে যন্ত্রাংশ এবং জেনারেটর পাঠিয়েছে বলেও জানান স্টলটেনবার্গ। একইসঙ্গে তিনি ইউরোপের বাকি অংশকে আরও বেশি শরণার্থী গ্রহণে প্রস্তুত থাকার আহŸান জানান।